Friday, July 10, 2015

মেয়েরা নিরাপদ (Women are safe here)


[English version has given below]

মালয়েশিয়ায় দেখলাম, বাসে ছেলেরা কেউ গা ঘেষার চেষ্টা করছে না, রাস্তায় কেউ টিপ্পনি কাটছে না, কেউ বিরক্ত করার চেষ্টা করছে না, কেউ ভিড়ের সুযোগ নিচ্ছেনা...

মেয়েরা গভীর রাতেও (রাত ১২ থেকে ৩টা) খুব স্বাভাবিক ভাবে চলাচল করছে। বাস ড্রাইভার স্টপেজে নামিয়ে দিল, যেখানে এত রাতে কিছু নেই, মেয়ে একা খুব সাচ্ছন্দে হেটে তার গন্তব্যে চলে গেল, কারো কোন চিন্তা হলো বলে মনে হলো না ।

মাঝ রাতেও মেয়েরা মাঝ রাস্তায় পোল এর টাকা নিচ্ছে কাউন্টারে বসে।

আমি অবাক হয়ে গেলাম, মেয়েরা কোন যন্ত্রনা ছাড়া এতো স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারে!!! খুবই ভাল লাগল।

[১৫ ই মে, ২০০৭]

In Malaysia, I have seen boys are to trying to touch girls body in the bus, on road no one is making any comment on girls, No one trying to annoy any girl, no one trying to take advantages in the crowd area...

Even at the mid night (12 am to 3 am) women walking on the road without any tension. When the bus driver dropped an woman, it was very dark night and no one was in that area, but the woman walked towards her destination without any hesitation. And everyone of that bus take it granted.

I have seen women are sitting at the pole counter at midnight and collecting the pole amount from the bus. And they are safe.

I really surprised to see, so woman can live a life without any disturbance on road!! I really felt good.


[May 15, 2007]

No comments: