Saturday, July 4, 2015

অধিকাংশ ক্যাব চালক (Most of the Cab Driver)



[English version has given below]

মালয়েশিয়ায় যতবার ক্যাবে উঠেছি, বেশি ভাগই পেয়েছি ইন্ডিয়ান ক্যাব ড্রাইভার। এরা কয়েক পুরুষ ধরে রয়েছে মালয়েশিয়ায়। ভাষা ভুলে গেছে, এখন মালয় আর ইংলিশে কথা বলে। কেউ এসেছে পান্জাব থেকে, কেউ বা দক্ষিন ইন্ডিয়া থেকে। এদের কেউ কেউ দেশে যায় বিয়ে করতে। দেশী মেয়ে নাকি ভাল।

তবে সব দেশের ক্যাব চালকদের মতোন এদেরও বেশি কথা বলার রোগ আছে।

আমি ভাবলাম মালয়েশিয়া সাম্প্রতিক কালে উন্নতি করেছে, তাহলে এই ইন্ডিয়ানরা কেন এসেছিল এতো আগে?

[০৭ ই মে, ২০০৭]

In Malaysia, no matter how many times we took cab, found all of the drivers are from India. They are living in this country from their great grandfather. They forget the Indian language. Now they speak with Malay and English. Some of them go to India only to get marry, because Indian wives are good! And like all cab drivers they also have habit to talk nonstop.

I was thinking as I had heard that Malaysia became economically well in recent years, then why these Indian came here from such an ancient time...

[May 07, 2007]

No comments: