Wednesday, August 26, 2015

পোখরা লেক (Pokhara lake)

Pokhara Lake with a tiny island

[English version has given below]

নেপালের যে জায়গাটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো পোখরা লেক। আপনারা যদি নেপাল যাবার পরিকল্পনা কোনদিন করেন, তো আমি সাজেস্ট করবো পোখরা লেকের পাশে কোন হোটেল বা রিসোর্ট এ থাকার জন্য।
চমৎকার টলটলে পানির লেক, চার পাশে পাহাড়। মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। সেখানে আছে সুন্দর এক মন্দির। জায়গাটা পার্কের মতো সাজানো। সেই দ্বীপে আছে অসংখ্য পায়ড়া।

Me at Pokhara Lake Island

Temple on the island, Pokhara lake


আপনি ২০০ নেপালী রুপি দিয়ে নৌকায় করে দ্বীপে আসতে পারেন। দ্বীপ ঘোরা হলে নৌকা আপনাকে নিয়ে দ্বীপের চারপাশে চক্কর কেটে আবার পৌছে দিবে।





এখানে আপনি পাডেল নৌকা বা দাড় টানা নৌকা ভাড়া করে নিজেই চালাতে পারেন।

লেকের পাশেই আছে সুন্দর সুন্দর অসংখ্য হোটেল। আছে হ্যান্ডি ক্র‌্যাফট এর দোকান। দাম একটু বেশি। আর এক দোকান থেকে কিছু না কিনে কয়েক দোকানে ঘুরে দামদর করে কিনবেন। যেমন আমরা এক ধরনের শাল কিনলাম ১০০ নেপালী রুপি দিয়ে, অন্য এক দোকানে সেই শাল ৯০০ রুপি চাইল! নেপালি টুপি ৮০ রুপির কমে দিবে না। অথচ অন্য জায়গা থেকে আমরা ২০ রুপিতে কিনলাম।

আমরা গিয়েছিলাম পুজোর ছুটির সময়। তাই বেশির ভাগ দোকানিকে পেলাম মুসলিম, যারা পুজোতে দোকান খোলা রেখেছে।


In our Nepal tour the place I liked most is Pokhara Lake. If you are planning to visit Nepal, I will suggest you to take hotel beside this lake to stay. Here you will see beautiful water of the late, surround by the hills. At the middle of the lake you will see a tiny island. There is a temple with lots of pigeon on this island. The island is very beautiful like a park. You can hire a boat with 200 Nepali rupees; it will take to the island then will give you a ride on the lake and return. Here you can hire paddle or other boat too to ride it by yourself. 

Just beside the lake you will see beautiful hotels and resorts with many food courts. You will also find lots of handcraft shop. My suggestion is first look most of the shop and check the price. Here we bought a shoal with 100 rupee, but the next shop asked 900 rupee for the same cloth. They said they will not sale a Nepali cap below 80 rupee, but later we bought it from other place by 20 rupee.

We went there at Puja's time (Hindu celebration with their gods) time, so we found most of shop keepers are Muslim who kept open their shop in these holidays...


[November 28, 2007]

No comments: