[English version has given below]
শাফিনকে নিয়ে অনেক দিন কোথাও বেড়ানো হয়না, তাই কাজে কর্মে কোথাও গেলে ওকে সাথে নিতে চাই। আর কিছু না হোক, একটু ঘুরাফিরা তো হবে। কিন্তু শাফিন ও এসব বড়দের জায়গায় যেতে যেতে বিরক্ত। তাই কোথাও নিচে চাইলে বলে, ওখানে কি খেলার জায়গা আছে? যদি বলি "না", ও বলে, "তাহলে আমাকে রেখে যাও..."
আমার এখন আর ওকে ফেলে একা কোথায় যেতে ভাল লাগে না। তাই আজ রীতিমত জোর করে সাথে নিলাম। ফলাফল হলো, ও নিজের পছন্দ মতো চিপস আর চকলেট কিনতে পারলো, কেক খেতে পারলো আর বোনাস হিসাবে একটা অকেজো গাড়ি নিয়ে খেলতে পারল।
ও খুব খুশি। আমাকে বলল, এখন থেকে ক্ষুধা লাগলে আমরা এই দোকানেই যাব, তাহলে খাওয়ার পাশাপাশি গাড়িও চালাতে পারবে...
I didn't go out (For travel) with Shafeen (My 6 years old son) for long time. So, whenever I go out for work I try to take Shafeen with me. At least it will be kind of outing. But Shafeen became bore with these places. So, whenever I asked him to go with me, he first ask me, is there any space to play? If I reply "No", he wants to stay home.
But I don't want to go alone. So, today force him to go with me. It became really beneficial for him. He could buy his favorite chips and chocolate, eat cake and play with an old car (Not working).
He really became happy and said to me, "From now on, if we became hungry we will go to that place and will eat and play with the real car...."
No comments:
Post a Comment