[English version has given below]
আমি জীবনে টাকা পয়সা বাঁচানোর যতই চেষ্টা করিনা কেন, কিছুতেই এ বিষয়ে সফল হইনা, কিভাবে যেন আরো বেশি খরচ হয়ে যায়। মোটেও আমার গাফিলতির কারনে নয়, নিয়তি এমন সব পরিস্থিতির সৃষ্টি করে যে আমি খরচ করতে বাধ্য হই । হয়তো ধনী হওয়া আমার কপালে নেই, তাই বলে যা আয় করব সেখান থেকেও বাচাতে পারবো না? সব সময়ই টাকা পয়সার টানাটানিতে থাকতে হবে? অথবা সব সময়ই দু হাত ভরে খরচ করে যেতে হবে... আর যখন টাকা শেষ হয়ে যাবে? থাক, পরেরটা পরে দেখা যাবে।...
In my life, several times I tried to save money, but failed. And it wasn't my fault, situations arises like that I had to pay more. May be I won't be rich ever, but whatever I earn, can't I save some? Do I always spend life by counting money? Or maybe I have to spend life by expending a lot. What will happen if I lose all money? Well lets my destiny fix that...
No comments:
Post a Comment