[English version has given below]
আমাদের দেশ হুজুগে মেতে উঠার দেশ... ভালো না মন্দ, লাভ জনক না ক্ষতিকর সেটা আমাদের বিবেচ্য বিষয় না, কে কি করলো, সবাই করছে, সুতরাং আমাকেও তা করতে হবে, এটাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।
বেশ আগের কথা, তখন এদেশে চলছিল টিভি এন্টেনার যুগ। কে কিভাবে চালু করেছে জানিনাহ, ছাদে উঠলেই দেখতাম, সবাই এন্টেনার সাথে বোল, ঢাকনা যা পেয়েছে সব লাগিয়ে রেখেছে, এতে নাকি ছবি ভাল আসে... বলা বাহুল্য এতে আসলে কোনো পার্থক্য হয়নি, কিন্তু পুরো ঢাকা শহর একে অন্যকে দেখে এই কাজ করেছে।
কৃষিতে কোনো ফসল চাষ করে কেউ লাভবান হলে, গণহারে আসে পাশের লোকজন সেই একই ফসলের চাষ শুরু করে দেয়, কোনো চিন্তা ভাবনা নেই যে এই ফসল এতো বেশি উত্পন্ন হলে আদৌ কোনো লাভ হবে কিনা, বা এতো ফসল রাখার কি ব্যবস্থা আছে....
এ কারনে আমি মনে করি আমাদের দেশের প্রতিটি ইঞ্চি জমি কেমন এবং এতে কোন ফসল কত পরিমানে উত্পন্ন হলে চাষীরা দাম পাবে এবং সংরক্ষন করতে পারবে, তার খুব ভাল একটা পরামর্শ থাকা উচিত। যাতে চাষীরা চাইলে এই পরামর্শ অনুসারে চলে লাভবান হবার চেষ্টা করতে পারে....
এই দল সব সময়ই মনিটর করবে, কোথায় কি ফসল কি পরিমানে উত্পন্ন হচ্ছে আর তার বিক্রি এমন সংরক্ষণ এর কি ব্যবস্থা নেয়া হয়েছে...
এই দল সব সময়ই মনিটর করবে, কোথায় কি ফসল কি পরিমানে উত্পন্ন হচ্ছে আর তার বিক্রি এমন সংরক্ষণ এর কি ব্যবস্থা নেয়া হয়েছে...
In our country we have habit to follow others without think much about it. We don't care about the good or bad, profitable or not just follow what all are doing.
Let me give you an example that was TV Antenna's era. I don't know, who and how it has been started, but whenever I go to the roof I could see all houses has added bowl, or lids with the antenna for better picture. They thought these will work like telescope. But truth is it helped nothing on good picture. But who cares, everyone is doing so I can't be left out.
Same goes for our farmer’s brain. If anyone made any crop and get good profit, everyone will start producing it. They won't think if they grow this way huge amount of same crop then how it will effect on price or how to store the extra (Which they might not able to sale) part of it.
So, I think, we should have a good suggestion board for farmers that in which kind of soil or in which area what kind of crop can be produce in which amount. So, that if any farmer wants can follow the suggestion and get benefited.
This team will always monitor how much crop has been produced in the land and how it has been distributed and stored...
This team will always monitor how much crop has been produced in the land and how it has been distributed and stored...
No comments:
Post a Comment