[English version has given below]
আমার ছেলেকে যতদুর সম্ভব বুঝিয়ে ভাল মানুষ হিসাবে বড় করার চেষ্টা করছি। তারপরও ও যখন আসে পাশের নানা জিনিস থেকে খারাপ কাজটা অনুসরন করার চেষ্টা করে, তখন মনে মনে ভেঙে পরি, ও কি তাহলে শেষ পর্যন্ত খারাপ জিনিসগুলোই পছন্দ করবে? মায়ের কথা মেনে চলার চেষ্টা করবে না? এখন ও ছোট, তাই যা খুশি তাই করতে পারেনা। কিন্তু একটা সময় ও বড় হবে, তখন আমার আর তেমন প্রভাব বা ক্ষমতা থাকবে না ওকে ঠিক মতো চালানোর। তখন কি হবে? ও হয়তো ভাববে, বোকা মায়ের কথা শোনার দরকার নেই, সামনে শুধু একটু ভাল হয়ে থাকলেই হলো। নাকি সুন্দর মানুষ হবে, যা দেখে আমি প্রশান্তিতে থাকব। আল্লাহ ভরসা.... আমি আমার সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাব।
I am trying my best to raise my son as a good human being. But even that when I see he is following his surroundings and picking up the bad attitude, really break my heart. Will he always like the bad things? Won't he try following his mom's advice? He is only 6 years old now, so he can't do whatever he wants, but he will grow up. At some point, I won't have any power to make him do anything. He has to go by his own decision. Will he then ignore all of his mom's suggestion? Or will become a good man, that his mom can proud of. I am depending on Allah... and will try my best.
No comments:
Post a Comment