Sunday, September 6, 2015

কারুকার্যময় ভুটানী শহর (Beautiful design at Bhutan's town)


[English version has given below]

ভারত থেকে ভুটান এর ভিসা ছাড়াই ভুটানী শহর ফ্রুটসলিংয়ে যাওয়া যায়। ভারত-ভুটান বর্ডারের এক শহর। প্যাাকেজ কোম্পানী এই সুযোগটা নিল। আমাদের নিয়ে জলপাইগুড়ি থেকে ভুটানের শহরে গেলাম। শুরুতেই চমক, খুবই সুন্দর কারুকার্যময় গেইট। ঢোকার পরই মনে হলে, অন্য এক দেশে এলাম। প্রায় প্রতিটি বাড়ির কার্নিশ, গেট, দেয়াল নানা কারুকার্য করা, বাহারী রংয়ে। ভুটানবাসী যে কারুকার্যে খুবই দক্ষ সেটা আর বলে দিতে হয় না। 

গাইড আমাদের নিয়ে গেল ৪তলা সুন্দর এক দালানের সামনে, বলল, এটা বাস স্ট্যান্ড। আপনারা ইচ্ছা করলে এর ছবি তুলে নিয়ে যেতে পারেন, আমি টিকেট কিনে আনি।

এই শহরে একটা কুমিরের খুব ভাল সংগ্রহ আছে। আমরা দেরি করায় বন্ধ হয়ে গিয়েছিল। তাই বাইরে থেকেই খাঁচার নানা ধরনের কুমির আর ঘড়িয়াল দেখতে হলো। কুমির গুলো ঘুমাচ্ছিল। আমাদের ক্যামেরার ফ্ল্যাসের আলোয় একটু চোখ খুলে আবার ঘুমিয়ে পড়ল।

মার্কেটে গেলাম, এখানেই প্রথম চোখে পড়ল বাংলাদেশী সামগ্রী। কোক, ফানটার পাশাপাশি ফিয আপ , লাক্স এর পাশে কেয়া সাবান দেখে কি যে ভাল লাগল।

কয়েক দোকানে কার্টুন বক্সে নানা জিনিস (ড্রেস আর জুতা) ডিসকাউন্টে বিক্রি করছে। সবাই যে যার ইচ্ছা মতোন নেড়ে চেড়ে দেখছে, কোন পাহাড়া বা সিকিউরিটি ক্যামেরা নেই।

সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছিল, সেটা হলো ওরা খুবই পরিস্কার পরিচ্ছন্ন। সব দোকানের সাথে আছে ডাস্টবিন।


From India you can go to one town of Bhutan, without any visa. That is Phuentsholing Town. This is situated at the border of India. Our tour management took this opportunity. They took us from Jalpaiguri to Phentsholing. We were amazed first by looking at the gate with amazing design work of Phuentsholing Town. After entering the town, we understood we are in the different world. Almost every house, its door and window are made with very good design of craft. No doubt that Bhutan's people are very good in making amazing designs.

Our guide took us to a beautiful 4 storied building. We surprised when he said, "This is the bus stand of this town. You can take pictures; I am going there to cut tickers."

This town has very good collection of crocodile. We were little late to go there so the park was close. But still we stand outside and watch different kind and size of crocodile from outside the park. They were sleeping. When we took picture the open their eyes to see the flash light then again fall in sleep. 

We went to the market and saw there were different Bangladeshi products. Like with coke, fanta they have fizzup, with lux soap they have Keya soap. Really felt great.

In some shop they put some dress and shoes in the cartoon box and giving discounts. There was no security or security camera. People can easily check those things.

Mostly I like this town because it's clean. With every shop you will see dustbin.


[December 07, 2007]

No comments: