Friday, September 18, 2015

মন্দিরের শহর (City of temple)


[English version has given below]

সাড়া বিশ্ব তো দেখিনি, তারপরও মনে হয়েছে, ঢাকাকে যদি মসজিদের শহর বলা হয় তো কাঠমান্ডুকে (নেপালের রাজধানী) বলা উচিত মন্দিরের শহর। এমন কোন জায়গা নেই যেখানে মন্দির নেই। রাস্তার পাশে কয়েক কদম গেলেই একটা মন্দির পাওয়া যায়। কোন কোনটা এতো ছোট যে তুলসি বেদীর মতোন ছোট জায়গা নিয়ে রাস্তার কোন কোনায় দাড়িয়ে আছে। কোথাও বা বড় কোন গাছ বা গুহার মাঝে মন্দির। কোথাও বুদ্ধদেব, কোথাও শাপ এমনই সব মন্দির।

তবে মন্দিরের ঘন্টার শব্দে ঘুম ভেংগে ছিল ভুটানের কাছে ভারতের এক শহরে (নাম মনে নেই)। পরে দেখছিলাম, সেটা ছিল রাস্তার পাশে বেশ বড় মন্দির।


I didn't see t he world, but I still believe, if we say Dhaka is the city of Mosque then we should call Kathmandu (The capital of Nepal) as the city of temple. You won't find a place without a temple over here. If you just take few steps in the town you will find a temple here. Some are too small that it looks like a Tulsi stand at the corner of the road. Some temples are inside a big tree, some are inside the cave. You will see these temples are for Buddhist statue, snake etc.

First I woke up by hearing the bell of a temple in India, near Bhutan's border. (I forget the name of the town) Later I found a big temple beside the main road. 

[December 14, 2007]

No comments: