[English version has given below]
বাসায় মশা নিয়ে বিশাল ঝামেলায় আছি, আর এই ঝামেলা শুধু আমার ছেলেকে নিয়ে। মশারা কোনো কারনে আমার ছেলের পিছনেই লাগে। ছেলে একদিন বেড়াতে গিয়েছিল। অদ্ভুতভাবে লক্ষ্য করলাম, সেদিন ঘরে মশার উপদ্রপ ছিলো না। এমনিতে শান্তি মতো বসাও যায়না। সারারাত জেগে আমি অনলাইনে কাজ করলাম। এবং মাত্র একটা মশা দেখলাম, সেটাও মেরে ফেলেছিলাম।
একদিন পর আমার ছেলে আসার সাথে সাথেই আবার শুরু হয়ে গেল মশাদের আক্রমন। ওরা জানলো কিভাবে যে আমার ছেলে চলে গিয়েছিল? আর ফিরে আসার খবরই বা কে দিল?
I am in terrible problem with mosquito. And this problem is with my son. Some how mosquitos mostly attack my son only. Once he went out for a day. I surprise to see that day there wasn't any mosquito problem. Whole night I worked online and found only one mosquito (Which I killed later). After one day when he returned, all mosquito came back again and start attacking again. I couldn't understand how they get know about my son's travel and his come back info.
No comments:
Post a Comment