[English version has given below]
আপনি যখন মোবাইলে নাম খোঁজেন বা টেলিফোন বুক এ নতুন নম্বর তুলেন, খেয়াল করেছেন কি, কোন অক্ষরের নাম সবচেয়ে বেশি আছে?
When you search anyone’s name on phone book or in a telephone book, did you noticed which letter’s name is coming most?
আগে যখন মোবাইল ফোন ছিলনা তখন একটা ছোট টেলিফোন ডিরেক্টরি সবসময় কাছে রাখতাম। আর সে খানে এস অক্ষরের পৃষ্ঠায় সব সময়ই ঢাসাঢাসি করে জায়গা করতে হতো অনেকের নাম।
When I didn’t have the cell phone, I use to keep a small telephone diary with me always. And on that book I have always has to face trouble to keep names in “S” page to hold lots of name in one page.
আমার বাবা-মার নাম কাকতালীয় ভাবে "এস" দিয়ে শুরু। তারা এই ধারা বজায় রেখে সব ছেলে মেয়ের নাম "এস" দিয়ে রেখেছেন।
After married my parent found that their name started with same letter “S”. To keep this going they kept their kid’s name started with “S”.
যখন একটা নরওয়েজিয়ান কোম্পনিতে কাজ করেছি। বাংলাদেশ থেকে নরওয়েতে নামের লিস্ট পাঠানো হয়েছিল, কারা কাজ করছেন তাদের বাংলাদেশ শাখায় এটা জানানোর জন্য। ওরা বেশ অবাক হয়ে জানতে চেয়েছিল, আমরা কি "এস" দিয়ে নাম আছে কিনা দেখে লোক নিয়েছি? বিষয়টা আমরা নিজেরাও আগে খেয়াল করিনি।
When I was in a Norwegian company we had to send all employees’ name who is working in Bangladesh branch. And they replied did we take only those persons whose name started with “S”. Actually even we didn’t notice this similarity…
পরবর্তিতে আমি আমার ছেলের নাম রেখেছি "এস" দিয়ে আর আমার ছোট বোনও তাই করছে, ওর দুই ছেলের নামের শুরুটা "এস" দিয়ে :)
Later I kept my son’s name started with the letter “S” and my younger sister also following the trends. She kept her two son’s name with “S”.
No comments:
Post a Comment