Tuesday, September 1, 2015

অন্যকে দিয়ে যখন কাজ করাবেন (When you make others to work)

[English version has given below]


আপনি যখন কাউকে দিয়ে কোনো কাজ করাবেন, তখন এটা ভাবার কোনো কারন নেই, আপনার নির্দেশ অনুসরন করে, ঠিক আপনার মতো করেই কাজ করবে। আসলে প্রতিটি মানুষই আলাদা।  তাই তার কাজ এবং ফলাফলও আলাদা। সে আপনার চেয়ে ভাল করে (সম্ভাবনা কম) অথবা খারাপ করে করবে, এটা মেনে নিয়েই আরেকজনকে দিয়ে কাজ করাতে হবে। অযথা চেচামেচি না করে, বুঝিয়ে যতটা ঠিক করে নিতে পারেন, ততই আপনার লাভ।

When someone else will work for you, you can’t expect they will follow your instruction and will do exactly same as you would do. Every person is different, and so are their work and its result. So, either they will do job better than you (May be not much people) or less good than yours. Except it, with scream, try to make things better by explaining… that’s all you can do…

No comments: