ছেলে যখন নিজের বুদ্ধিতে নতুন কিছু করে, মা হিসাবে খুশি হবার কথা... কিন্তু হতে পারছিনা। বরং রাগারাগি করছি ছেলের সাথে। আগে ক্ষুধা লাগলে আমাকে সব কাজ ফেলে বা ঘুম বাদ দিয়ে ওর খাবার তৈরী করতে হতো। এখন আমাকে শুয়ে থাকতে দেখলে নিজেই বুদ্ধি করে খাবার বের করে ফেলে। আজ ফ্রিজ ঘেটে জুস বের করেছে। এরপর সেই জুস খুলে খেতে গিয়ে কিছু মেঝেতে ফেলেছে, কিছু জামায়, কিছু গায়ে। ফ্রিজ বন্ধ করতে পারেনি ঠিক মতো। দরজা খোলা ছিল। অবস্থা দেখে বিশ্রাম নেয়া মাথায় উঠল।...
I should be happy to see my son working by himself or trying to do something of his own. But I couldn't. I became very angry and shouted with him. Let me give you an example. One day he saw me lying down on bed. So, he didn't ask me for food, he searched in the refrigeration and found a packet of juice. But while he trying to open it he fall some on the floor, some on his dress and body. Even he couldn't shut the refrigerator well. Now tell me, after watching this, how could I take any more rest?
No comments:
Post a Comment