Sunday, September 20, 2015

কাজ আর বৃষ্টি (Work and rain)

[English version has given below]

বৃষ্টি আমি পছন্দ করি, তাই বৃষ্টি পড়লে বাইরে বের হওয়া যাবেনা বা কাজ আটকে থাকবে এমন কখনও ভাবিনি। এখন তাও ভাবতে হচ্ছে। কারন বৃষ্টিতে রাস্তায় পানি জমে যাচ্ছে, কোনো মতে ঘরের দরজা থেকে রিক্সায় উঠেও যদি কাজ চালানো যেত তাহলেও হতো, কিন্তু কখনো কখনো পানি ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। তাও যদি কোনো মতে বের  হই তো রাস্তায় জ্যামে আটকে থাকতে হবে, আর কাজ শেষে কোনো কিছু পাওয়া যাবেনা ঘরের ফিরার জন্য। ঘন্টার পর ঘন্টা এক জায়গায় দাড়িয়ে চেষ্টা করে নিজে পানিতে নেমে যাবেন, সাতার কাটতে কাটতে এগুতে থাকবেন আরো ঘন্টা খানেক। কপাল ভাল থাকলে এরপর কেউ কয়েকগুন বেশি ভাড়ায় বড় রাস্তা পর্যন্ত এগিয়ে হয়তো রাজি হয়ে যাবে। এমন বৃষ্টির দিনে কোনো কাজ শেষ হবে না।  আর এদিকে সময়ের অভাবে আপনি ঘরে বসে থাকতেও পারবেন না। অফিস সময় শেষ হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। এরপর পরের দিন আবার বের হবেন। 

I like rain, so I never complained about it, that it's raining I can't go out etc. But now things really get changed. Because of rain, all roads are getting drowned. If I could manage by taking rickshaw from the gate I could manage things somehow, but water comes inside our home too. If anyhow, you go out then will fall in trouble after finishing your work. You have to wait for hours to find anything to return home. Then you will start walking on the water (Mixed with all drain water) for hours, if you have some luck you will then find something with double cost which may take to the main road. More problems rise because of traffic jam you may not able to complete your work, you have to try till office hour finishes then again next day you have to start again.

No comments: