"সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো"
"কেমনে বলিবো তারে, বাঁচিনা তারে ছাড়া"...শাহ আব্দুল করিম
"ধরো বন্ধু আমার কেহ নাই..."
"কি যাদু করিয়া বন্দে, মায়া লাগাইছে"...শাহ আব্দুল করিম
কেন যেন এই গানগুলো কয়েকদিন ধরে মাথায় ঘুরছে। একা একাই গাইছি। আমার ছেলের সামনে গাওয়া যায় না। উনি মায়ের গান বাজনা একেবারেই পছন্দ করে না। এক ভাবীর ভাষায়, "ছেলে কি মওলানা হইবোনি?" (তার ছেলে স্কুলে গানের ক্লাসেও যেতে চায় না)।
নাহ্। কারন নিজে মোবাইলে গান বের করে শুনছিল কালকে...।
যে সব কম্পিউটার গেমে ভাল মিউজিক বাজে (বিশেষ করে, কার রেসিং গেমে), সে সব অন করে, মিনিমাইজ করে অন্য কাজ করে। এতো অল্প বয়সেই ও আলাদা পারসোনালিটি নিয়ে চলে। মাকে কখনও কপি করে না।
No comments:
Post a Comment