Thursday, September 5, 2013

যার স্বভাবই অন্যের খুত ধরে বলাবলি করা


কেউ যখন ভুল বোঝে, তখন আপনার হাতে কিছু উপায় থাকে, পরিস্থিতি ঠিক করার। তাকে ভালো করে মুল ব্যাপারটা বুঝিয়ে, একই রকম ঘটনা আবার তার সামনে এনে, এমনি নানা ভাবে বোঝানো যায়, যে আসলে কি হয়েছিল। কিন্তু কেউ যখন বদনাম করে বেড়ায়, অভ্যাসের বসে, সেটা কি করে ঠিক করবেন? কথায় বলে, "স্বভাব যায় না মলে"। 
একদম ঠিক। অন্যের বদনাম বা খুত ধরে বেড়ানো যার স্বভাব, তাকে আটকানো যায় না। সে কোথাও চুপ করে বসে থাকলেও সামনে যাকে দেখবে, তার কোনো না কোন সমস্যা খুজে বের করে পাশের জনের কানে ফিস ফিস করে বলবে। এই স্বভাব তো যাবে না। সমস্যা হলো যার কানে বাজে কথা লাগায়, তার ঐ লোকের প্রতি একটা খারাপ ধারনা হতে শুরু করবে। এভাবে ধীরে ধীরে হয়তো সম্পর্কই খারাপ হয়ে যাবে, সম্পূর্ন অকারনে। এজন্য কেউ যখন আপনার কাছে কারো সম্পর্কে খারাপ বলে, তখন তাতে তাল মিলিয়ে তাকে উৎসাহিত করবেন না। মনে রাখবেন, আগামীতে এই একই লোক আরেকজনের কাছে, আপনার সম্পর্কে বলে বলে খারাপ ধারনা তৈরি করে দিবে।

No comments: