Friday, May 1, 2015

কোথায় রাখতে হবে জানিনা (Don't know where to keep the things)

[English version has given below]

আমরা অনেকেই আছি, কাজ করার পর কোথায় কি রাখি মনে রাখতে পারিনা। মনে থাকলেও ঠিক বুঝতে পারিনা জিনিসপত্রগুলো কোথায় তুলে রাখতে হবে। যেমন, নখ কাটার পর আর নেইল কাটার কোথায় রাখবো, সেটা মনে করতে পারিনা। তবে....

যখন প্রয়োজন হয় তখন ঠিক মনে পরে কোথায় এটা কোথায় থাকা উচিত। তোয়ালে, চিরুনি, জুতা, নেইল কাটার কোথা থেকে নিতে হবে সেটা ঠিক মনে থাকে। তাহলে রাখার সময় মনে থাকেনা কেন?

এর একটা কারন হতে পারে, আমরা জানি, আমি যেখানে সেখানে রাখলেও সময় মত কেও সেটা ঠিক জায়গায় তুলে রাখবে। আরে এটা আবার কোনো কাজ নাকি? তাহলে নিজে করার সময় এত কস্ট লাগে কেন? যা করা কোনো ব্যাপার না, সেটা আমি করিনা কেন? আমাদের কখনো উচিত না নিজেদের কাজ অন্যের কাধে ফেলা, যত ছোট কাজই  হোকনা কেন...

Many of us don't know how to keep things or arrange it after our work. If we remembered where to keep but don't find how to do it. Like, after cutting the nails, we forget or don't know where to keep the nail cutter. But...

When we need, we just know where to get it. Like towel, comb, nail cutter etc. Then why we can't remember after using it?

One reason could be, we know someone will keep things in proper place. And we also think, it's not a big deal. No big task. Then why don't we do it by ourselves? When we had to do, why we felt so tired? We shouldn't keep our job for others... no matter how small it is....


No comments: