Saturday, May 2, 2015

প্যাক প্যাক (quack quack)


[English version has given below]

আজকাল কত রকম হর্ন বের হয়েছে।হিন্দি গানের মিউজিক থেকে শুরু করে কুকুরের ঘেউ ঘেউ, শিশুর কান্না কিছুই বাদ নেই। 
বাড্ডার রাস্তা দিয়ে রিক্সায় যাচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে শুনি "প্যাক প্যাক"। ভাবলাম, যাহ, হর্নের জন্য হাঁসের ডাকও বাদ পড়লনা! "প্যাক প্যাক" শুনে আমাদের রিক্সাওয়ালা একটু সরে যেতে দেখলাম এক ঝুড়ি হাঁস নিয়ে একটা ভ্যান গাড়ি ওভার টেক করছে। ওরই মাঝে একটা হাঁস মাথা বের "প্যাক প্যাক" করছে, যা হর্নের কাজ দিচ্ছে!!! 
হমম, অবস্থা দেখেছেন? কৃত্রিম শব্দ শব্দ শুনতে শুনতে এখন সত্যি হাঁসের ডাকও চিনতে পারিনি...


Now a day there are different kind of music and sounds are using as a horn of vehicles. Like music from Hindi songs, dogs barking, kids crying sound etc.

I was on a rickshaw at Badda road. Suddenly I heard from back "quack quack". I thought, now people are using ducks quack as horn of vehicles! By hearing "quack quack" my rickshaw puller moved side a bit and I saw a rickshaw van with a basket of ducks were crossing our rickshaw. From that basket a duck brought its head out and quacking. This is working as a horn of the rickshaw van!

You see the situation, we use to hear false sounds of different animal that we couldn't understood the difference from the real one...

No comments: