[English version has given below]
১. আমি প্রথম ৩ বছর বয়স হবার আগেই ভর্তি হয়েছিলাম নার্সারিতে "উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে". শুনেছি, পড়াশুনা ঠিক মত করিনি, ক্লাস থেকে বের হয়ে যেতাম, আমাকে চকলেট দিয়ে ভুলিয়ে নানাভাবে ক্লাসে বসানো হত। এখান থেকে নানা ছড়া শিখেছিলাম। যা ছেলে পড়াতে গিয়ে মনে পড়েছে।
৩. দেশে ফিরে ক্লাস টুতে একবারে ভর্তি হই "কমলাপুর উচ্চ বিদ্যালয়ে". এখানে ক্লাস ফোর পর্যন্ত পড়েছিলাম।
৪. ক্লাস ফাইভে ভর্তি হই "মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে" . আর এখান থেকেই আমি এস এস সি পাশ করেছি মানবিক বিভাগে।
৫. স্কুলে পড়ার সময় আম্মা বিভিন্ন সময় বিভিন্ন প্রাইভেট শিক্ষক রেখে দিয়েছিলেন। বেচারারা আমার মতো অলস ছাত্রী নিয়ে রীতিমতো হিমশিম খেত। এছাড়া কখনো কখনো এলাকার কোচিং সেন্টারেও পড়াশুনা করেছি। ক্লাস নাইনে থাকতে ইংলিশ কোচিং করতাম আনোয়ার স্যার আর অংক করতাম বরুয়া স্যারের কাছে। ক্লাস টেন এ কিছুদিন বাংলা গ্রামার পরেছিলাম মিঠু ম্যাডাম এর কাছে।
৬. কলেজে ভর্তি হই "ভিকারুননিসা নূন কলেজে" এইচ. এস. সি. পাশ করি মানবিক বিভাগে। এখানে কিছুদিন ইংলিশ এ কোচিং করেছি।
৭. বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হবার সুযোগ না পাই, এই ভয়ে ইডেন মহিলা কলেজে ভর্তি হয়েছিলাম "ভূগোল" বিভাগে। এখানে একমাস ক্লাস করেছি।
৮. এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই "ভূগোল ও পরিবেশ" বিভাগে। এখানে "জি আই এস" সম্পর্কে একটা কোর্স ছিল। স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী নেই "নগর পরিকল্পনা" বিভাগে।
৯. সাস্কাটুন পলিটেকনিকয়ে "লিংক" ইংলিশ কোর্স করেছি প্রায় ১ বছর. আমার গ্রেড ছিল ৮.
১০. ডিপ্লোমা নিয়েছি "জর্জ ব্রাউন কলেজ" থেকে। মেজর ছিল "কমিউনিটি ওয়ার্কার".
শিক্ষা জীবন আপাতত: এখানেই শেষ করেছি। এখন ছেলেকে পড়াতে গিয়ে আবার কে.জি. শ্রেনীর পড়া শুরু করেছি :)
1. I started my education at Willes Little Flower School. I got admitted here before I was three. I heard I wasn't good at education. I used to go out of class every now and then, and the teachers had to give me chocolates to bring me back to class. I learned some rhymes over here. Now, when I teach rhymes to my son, I can remember some of them.
2. Then I went to Saudi Arabia. Without admission
(because we didn't have citizenship), I used to attend classes in their local madrasa (School). I learned many Surahs (from the Quran).
3. After returning to Bangladesh, I was admitted to Kamalapur High School in class 2. I stayed there until class 4.
4. I was admitted to Motijhil Govt Girls High School in class five. I passed the SSC exam from this school
at Humanity group.
5. During our school days, my mom brought
many private tutors to teach us. Those tutors really had trouble teaching an idol girl like me. Sometimes, I take coaching classes from nearby coaching centers. When I was in class 9, I took private group study for English to Anwar Sir and for Math to Barua Sir. In class 10, I took Bangla coaching at Mithu Madam's house.
6. After the SSC exam, I got admitted to Viqarunnisa Noon College. I passed HSC in the humanity group from here. In my college days, I took English coaching for a few days.
7. After the HSc exam, I got admitted to Eden Girls University. My major was Geography. I was admitted here because I feared failing to join the University of Dhaka. I was here for one month.
8. I was wrong. Without any trouble, I could admit myself to the University of Dhaka. I chose the major "Geography & Environment." I was in the "Urban Planning Group." I completed my graduation and postgraduate studies here. Here, we had a course on "GIS."
9. I completed my English course from " LINC" at the Saskatoon Polytechnic School, and my grade was 8.
10. I have got my diploma with honors in "Community Worker" from "George Brown College".
This was the last step in my education. :)
No comments:
Post a Comment