[English version has given below]
মনের মধ্যে মাঝে মাঝে অনেক কথা জমা হয়। নিজের ব্যাপারে, অন্যের ব্যাপারে...কত কি? সব কি আর বলা যায়? তবে আমি দেখেছি, একবার কথা বলতে পারলে, ফলাফল ভালই হয়। যদি শুধু দুজনে যদি কথা বলা যায় তো সবচেয়ে ভালো। আর কেউ মাঝখানে ঢুকে পরিস্থিতি ঘোলা করতে পারেনা। তখন ভালো - খারাপ যা মনে হয় বলা যায়। দুজনেই হালকা পরিবেশে গল্প করতে করতে সব কিছু সহজ ভাবে নিতে পারে।
Sometimes you may feel lots of things had stored in your mind, which we like to express, some for yourself, some for others. But you know, you just can’t say everything to others. But I have seen if you can talk, things become much better. It will be great if you two can talk sit and talk only without any third party. Then no one will be there to make things complex. You can take tea or snacks, can sit or lie down and talk by opening your hearts. Then you can say anything to other person, because no one else is listening. And things become much easier with each other.
[December 20, 2006]
No comments:
Post a Comment