Friday, May 8, 2015

যত প্রশিক্ষণ (All training)

[English version has given below]

কোনো শিক্ষাই কখনও একেবারে বৃথা যায়না। কোনো না কোনো ভাবে এসব জীবনে ঠিকই কাজে লাগে।

আমার আব্বা সরকারী চাকরি করতেন। তাই যাই শিখতে যাইনা কেন, সবার আগে ভাবতে হতো, এতে কি রকম খরচ হবে। তাই অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও বিদেশে পড়ার চেষ্টা করিনি। আসে পাশে কম খরচে যা শেখা যায়, তাই শিখার চেষ্টা করেছি।


  1. যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমার বড় মামার উত্সাহে আমাকে নাচ সেখান হলো। আমি শিখেছিলাম "বাংলাদেশ শিশু একাডেমী" তে  ৪ বছর কোর্স শেষ করেছিলাম (এখানে মূলত: আধুনিক নাচ যেমন, ওয়েলকাম নাচ, চা নৃত্য, বেদে নৃত্য ইত্যাদি), "বুলবুল ললিতকলা একাডেমী" তে ৪ বছর (এখানে নাচের বেসিক মানে ক্লাসিক্যাল, কথক কিছুটা শিখেছিলাম) আর বাসায় "সিংহরায়" পরিবারের ওস্তাদের কাছে মনিপুরী নাচ. ওনার কাছে জিপসী আর কথক কিছুটা শিখেছিলাম। (আমার ছেলে যখন স্কুলে নাচ শিখছিলো, তখন এই বিদ্যা খানিকটা হলেও কাজে এসেছে)
  2. এরপর আম্মার নিজের উত্সাহে শিখালেন গান। গান শিখেছি "বাংলাদেশ শিশু একাডেমী", "বুলবুল ললিতকলা একাডেমী" নজরুল সংগীত বিভাগে, বাসায় ওস্তাদ সাদমানির এর শিষ্যের কাছে, এছাড়া  আরও কয়েকজনের কাছে।  যারা প্রাইভেটে গান শিখাতেন। (শাফিনের স্কুলে গানও শিখানো হতো, সুতরাং সাফিনকে শেখাতে গিয়ে আমার গাইতে হতো)
  3. বাসায় হুজুর রেখে আরবী পড়া শেখানো হয়েছিল। (প্রতি বেলায় নামাজ পরে এক রুকু কোরআন অর্থসহ পড়ি)
  4. এস এস সি পরীক্ষার পরে বাসার কাছেই এক মহিলার  কাছে করলাম সেলাই আর কাটিং কোর্স। (চাকুরী করার আগ পর্যন্ত ঘরের সব জামা নিজেই বানাতাম)
  5. এইচ এস সি পরীক্ষার পর কোর্স করলাম টাইপ রাইটিং এর। বেইলী রোডে "বাংলাদেশ বিজনেস এন্ড ওমেনস ক্লাব  এ। (এখন খুব দ্রুত ব্লগিং করতে পারি, মানে লিখতে পারি, এই প্রশিক্ষণের গুনেই)
  6. এম এস সি পরীক্ষা দিয়ে কোর্স করলাম ওয়েব ডেভেলপমেন্ট এর  উপর।  বাংলাদেশ আর ভারতের যৌথ কোম্পানি "করোনা স্কাইওয়েব বাংলাদেশ লিমিটেড" এ। (আমি বেশ কিছু সাইট  ফ্রিল্যান্স এ এবং চাকুরীর প্রয়োজনে বানিয়েছি)
  7. এখান থেকেই এরপর কোর্স করানো হলো সফট ওয়ার ডেভেলপমেন্টের উপর।  জাভা দিয়ে। (সফটওয়ার প্রশিক্ষনের পর আর বানানো হয়নি, তবে প্রজেক্ট সামলানোর সময় কাজ এবং সময় কতটুকু লাগতে পারে এটা বুঝতে সাহায্য করেছে)
  8. ব্রিটিস কাউন্সিল থেকে করলাম অফিসিয়াল স্পোকেন ইংলিশ কোর্স। এখানে সাপোর্ট করেছে "সামহোয়ার ইন বাংলাদেশ" কোম্পানি। (ইংলিশের উপর দক্ষতা কিছুটা বেড়েছে এর ফলে)
  9. এছাড়া ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম কম্পিউটারের বেসিক কোর্সে আর স্পোকেন ইংলিশ এফ এম মেথড এ. এসব কোর্স চাকুরিতে সময় দিতে গিয়ে আর শেষ করা হয়নি। (বিদেশীদের সাথে সহজে ইংলিশে কথা বলার অভ্যাস এর মাধ্যমেই হয়েছে)
এসবই চলেছে মূল পড়াশুনার পাশাপাশি।

I believe no matter in which subject you get training, it will worth for you someday. My father was a government service holder. You can assume how much he earns monthly, so I couldn't ever think to go foreign country to get any training. Whatever available nears my place in cheap I took training on that.

1. When I was in primary school, my mom admitted me in dance course. Actually my elder uncle (maternal) influenced her. I got admitted at Bangladesh Shishu academy (Complete 4 years of dance course). Here I had learned about modern dance of Bangladesh. Like welcome dance, tea dance, snack dance etc. I had admitted at Bulbul Lolito kola academy too (I got training for 4 years). Here I got training on basic of dance, classical dance, Kathak dance etc. At home I have learned about Kathak dance, Monipury dance, Zipsi dance etc from a trainer who is from "Shinghoray" family (Well known for dance).

When my son also started training on dance in his school, my training helped him to understand more at home.

2. After dance my mom admitted me singing course at Bangladesh Shishu Academy and BAFA (At Nazrul song section) and at home with respected teachers (like from the student of Sadmanir). Again it helped to teach my son about songs for his school.

3. My mom asked an Islamic teacher to teach me reciting Holy Quran. Now a day after every prayer I read some part of it with translation.

4. After passing the SSC exam, I went to a nearby woman to learn sewing and cutting. Till I started doing job, I use to sew my own dress.

5. After passing HSC exam, I admitted in type writing course on English at Business Women's Club at Bialy road. You know what; because of this training I can easily type my blog and other works.

6. After passing MSc I had joined in a joint venture company of Bangladesh and India, Corona Skyweb BD LTD. Here I had taken web development training. I have made several web sites as freelance worker and for my office need.

7. In the same company I took software development course with JAVA. Though I didn't make any software after completion of my course, but it helped me to understand other work, timing and budget.

8. I took Professional English Course from British Council, sponsored by "somewhere in...” It helped me to upgrade my language standard.

9. Beside these I admitted at Basic Course of Computer at Dhaka University and Spoken English Course at FM Method. Though I couldn't complete these course due collision of time schedule of office, but it helped to talk with English with foreigners. 

All these training went on with my main stream of education.

No comments: