Saturday, August 29, 2015

আমি মানুষ, আমাকে ভয় করো (I am human so fear me)

[English version has given below]

আমি অতিথি পরায়্নাতাকে খুব পছন্দ করি। তাই কেউ বাসায় আসলে তাকে সাধ্যমতো খাতির যত্ন করি (এবং অন্যের কাছ থেকেও তেমনটি আশা করি)। তারমানে এই না যে পৃথিবীর সব প্রাণী নিজেকে আমার ঘরের মেহমান মনে করবে। কিন্তু বাস্তব হলো ভিন্ন।

আমার অবর্তমানে পায়রা ঘরের জানালা দিয়ে ঢুকে বিছানায় বাসা বানিয়ে ডিম পেরেছিল। ইদুর নিয়মিত বাসায় আসে। আমাকে একটুও ভয় পায় না। যেন ঘরের লোক। রান্নাঘরের জানালা দিয়ে ঢুকে আমাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় আবার "কিচ" শব্দ করে হেলো বলে যায়। টিকটিকি সোজা রাস্তা দিয়ে হেটে যায়, আমি সামনে পরলেও সরে যায় না। আমি "হ্যাট হ্যাট" জাতীয় শব্দ করেও সরাতে পারিনা, তাই নিজেই রাস্তা ছেড়ে দিয়ে পাশ কাটিয়ে যাই।

আরে... এরা পেয়েছে কি? আমি মানুষ, আমাকে ভয় করো...

I like good hospitality, so whenever any person come to my house, I take care of them happily and look after them as well as possible (Same I expect from others). But that doesn’t mean ever single creature will think they are my guest. Let me explain…

In my absence pigeon got into my room and made nest. Even they lay egg over it. Everyday mouse enters my house through kitchen window. When it passed me, it makes sound like “Kich” like it saying hi to me. Lizard walks on the floor like my roommate. I try to make run by making sound like “Hat hat”, but didn’t work, so I had to give it space to walk and I put my leg at the side.
This is not good. Hey creatures, I am human… so fear me…

No comments: