Tuesday, May 21, 2013

রাস্তাকে শুধু যান চলাচলের জন্য ছেড়ে দেয়া জায়না?




কোথায় যেন পড়েছিলাম, এ শহরের অর্ধেক রাস্তা অন্য কাজে আটকে আছে, মানে গাড়ি চলাচলের জন্য  ব্যবহার করা হয় না। প্রথমে ঠিক বিশ্বাস হয়নি। তাও কি হয়? এই জ্যামের শহরে অর্ধেক রাস্তা চলাচলের জন্য ব্যবহার করা হয়না!

আজ একটা কাজে পল্লবী গিয়েছিলাম। রোকেয়া সরনী থেকে মিরপুর ১০ নম্বর, এরপর পল্লবী পুরো রাস্তা খুব মনোযোগ দিয়ে দেখলাম। চোখের আন্দাজে মনে হলো, আসলেই অর্ধেক রাস্তা ঠিক মতোন ব্যবহার হচ্ছে না। কি নেই এই রাস্তায়। দোকানের উপচে পড়া জিনিস পত্র (ফার্নিচারের দোকান, রডের দোকান, থাই এ্যালুমিনিয়ামের জিনিস পত্র, গাড়ি - মটর সাইকেল মেরামতের দোকান ইত্যাদি), ভ্যান, রিক্সা বা সি এন জির স্ট্যান্ড, গাড়ি পার্কিং, বিশাল বিশাল খোলা ডাস্টবিন, হকারের দোকান, ভ্যান খাবার গাড়ি, উন্মুক্ত টয়লেট ইত্যাদি ইত্যাদি।

মানুষের হয়তো এখন খোলা জায়গা বলতে শুধু রাস্তার কথাই মনে হয়। যার যেখানে জায়গার প্রয়োজন সে রাস্তার মধ্যে সেই কাজ করে নেয়। রাস্তাকে শুধু যান চলাচলের জন্য ছেড়ে দেয়া জায়না?

No comments: