Saturday, May 18, 2013

রাস্তাঘাট সুন্দর করে রাখতে আমাদের সমস্যা কোথায়?



আমাদের দেশের স্বভাব হচ্ছে। আমরা যখন কোন কাজ করবো, তা সবাইকে জানিয়ে, ডাকঢোল পিটিয়ে করবো। যতক্ষন না কাজ করবো, তারচেয়ে বেশি সময় ধরে তার চিহ্ন সবাইকে দেখিয়ে বেড়াবো। সবাই যেন বোঝে কিছু একটা হচ্ছে।

ঘুর্নিঝড়ের আগেই দেখেছি, রাস্তার ড্রেনের কভার খুলে, ম্যানহোল খুলে খুব পরিস্কার করা হচ্ছে। কিভাবে বুঝলাম? সব ড্রেন আর ম্যানহোল খুলে ভারি কংক্রিটের কভার রাস্তার পাশে বা প্রায় মাঝখানে রাখা। ম্যানহোল আর ড্রেনের সব ময়লা (কালো আর দুর্গন্ধময়) পাশেই স্তুপ করে রাখা। সাড়া রাস্তা জুড়ে। অবস্থা দেখে খুশি হলাম (না না ডাকনা খোলা রাখার জন্য নয় বা ময়লা স্তুপ করে রাখার জন্য নয়) জলাবদ্ধতা হবে না। ঘুর্নিঝড় এসে চলেও গেছে। এখনও রাস্তায় জায়গায় জায়গায় একই অবস্থায় রাখা হয়েছে। মনে হয় এখনও সবাই দেখিনি, কি কাজ হচ্ছে এখানে। 

সব সরিয়ে পরিস্কার করে আবার ঠিক মতো রাখতে কি খুব বেশি সময় লাগে? রাস্তাঘাট সুন্দর করে রাখতে আমাদের সমস্যা কোথায়?

No comments: