এক সময় ভাবতাম, মনে মনে আমি অনেক শক্ত। নিজের উপর আমার পুরো দখল আছে। মনকে সব সময়ই কঠিন শাসনে রাখতাম। আমি সব সময়ই সবার পরামর্শ শুনি। এরপর নিজের বিবেচনায় ঠিক করি কি করবো। এই সময় আমি যতবার অন্যের কথা শুনেছি, পরবর্তিতে সেই সিদ্ধান্ত ভুল প্রমানিত হয়েছে। মনে অনেক সময়ই খুব কষ্ট পেয়েছি। মনকে আবার শাসন করেছি। ভেবেছি সব সামলে উঠলাম। কিন্তু পরবর্তিতে অসুস্থ হয়ে বুঝেছি, আসলে মন আমাকে পুরোপুরি ভেংগে দিয়েছে। এখন থেকে ঠিক করেছি মনকে আর প্রশ্রয় দিবনা। বড় ভুল সিদ্ধান্ত নেয়। বরং বুদ্ধি খরচ করে যেটা ঠিক মনে হয় তা্ই করবো, এতে অন্তত: কষ্ট কম হবে। কোনরকম কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আর নেই।
No comments:
Post a Comment