শাফিন মাস্ক পরতে চাইছিল না, শুধু ছবি তোলার কথা বলে অনেক কষ্টে পরিয়েছি। |
শাফিনে স্পাইডার ম্যান ড্রেস |
আমার রান্না, থাই ফ্রাইড রাইস (চিংড়ি দেই নাই) |
২০১৪ সালে প্রথম খেলাম কফি। ভালই লেগেছে। এরপর সকালে উঠেই পেলাম বড় আপার দুপুরে খাওয়ার দাওয়াত, দুপুরে পেলাম রাতে আম্মার কাছে খাবার দাওয়াত। ভাল ভাল খাবার খেয়ে দিন শেষ করলাম। যেহেতু নিজেরও কিছু করার ইচ্ছা ছিল। তাই বানিয়ে ফেললাম থাই ফ্রাইড রাইস। বাসমতি চাল থেকে দারুন সুঘ্রাণ বের হচ্ছিল। তবে খাওয়া হয়নি। দাওয়াত খাওয়ার ফাকে ফুরসতই পাইনি। আজ খেয়ে দেখবো।
শাফিনকে অনেক বুঝিয়ে জোড় করে স্পাইডার ম্যানের ড্রেস টা পরালাম। সবাইকে বললাম, কেউ যেন ওকে না ক্ষেপায়। তারপরও ও লজ্জায় কারো সামনে যেতে চাইছিল না। ঘরে ফিরা মাত্র এই ড্রেস খুলে ফেলল। হঠাৎ এতো লজ্জা যে কোথা থেকে আসল।
সব কিছুর মাঝে অনলাইনে সবার শুভেচ্ছা দেখলাম, কিছু মেসেজও পেলাম সেল ফোনে, খুবই ভাল লেগেছে। আর সামনা সামনি বাড়ির সবাই সবাইকে শুভেচ্ছা জানালাম। দেশের এতো করুন অবস্থার মধ্যেও কিভাবে যেন সবাই আনন্দ খুজে বের করে নিয়েছে। মন্দ কি।
No comments:
Post a Comment