আগেই ঠিক করে রেখেছিলাম, শাফিনকে (আমার ছেলে) ৫ বছর বয়সে আরবী শিক্ষা দেয়া শুরু করবো। গতকাল ও প্রথম মক্তবে ক্লাস করলো। প্রথমে ও বুঝতেই পারছিলো না কোথায় বসবে। বসার জায়গা যে মেঝেতে পাটি আর কার্পেট বিছিয়ে করা হয়েছে, এটা বুঝতে পারেনি। আমি ভেবেছিলাম ও একেবারেই পছন্দ করবে না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে ও বলল, স্কুলের চেয়ে ওর মক্তবই বেশি পছন্দ হয়েছে। পড়াও ভাল লাগছে। বাসায় নিজেই বই নিয়ে বার বার প্র্যাকটিস করছে। নতুন সহপাঠিদের সাথেও দারুন মিশে গিয়েছে। আল্লাহ এই ধারা বজায় রাখুন...
I had decided that I will start teaching
Arabic to Shafeen when he will be 5 years old. Yesterday was his first class of
Arabic and Islamic rule. I thought he won’t like this class, he use to do class
in English medium school. He really surprised me. He said this school is better
than his English school. He liked the teacher (hujur), his class mates and his
lessons. He is practicing he lesson by himself at home, so that he can say it
well in next class. May Allah keep this spirit…
No comments:
Post a Comment