আমাদের ভালোবাসা যেন প্যাকেটে মোড়া, বক্সে বন্দি। আমরা যা ভালবাসি সেটা শুধু মাত্র নিজের দলের লোকের জন্যই, অন্যের মাঝে যতই কোন ভাল জিনিস দেখি না কেন, মুখ কালো করে রাখতে হবে। খুজে খুজে দোষ বের করতে পারলে খুবই ভাল, বলার কিছু পাওয়া যাবে। না হলে অন্য কোন দোষ ধরেও বলা যায়। কিন্তু ভাল কিছু আছে অন্যের মাঝে, এটা তো স্বীকার করাই যাবে না।
আমার বড় বোন ম্যাট্রিকে স্টার মার্কস আর ৩টা লেটার নিয়ে পাস করেছিলেন (অবজেক্টিভ প্রশ্নের যুগ তখনও আসেনি). একদিন আমাদের উপর তলার মহিলা বাসায় বেড়াতে এলেন। বললেন," আমি গতদিন আপনার মেয়ের এক ক্লাস মেটের বাড়িতে গিয়েছিলাম (এই পাড়ার)।
উনি (ঐ ক্লাস মেটের মা) বললেন, ও শফি সাহেবের মেয়ে? ও তো সেকেন্ড ক্লাস পেয়েছে।"
শুনে আমাদের উপর তলার মহিলা বললেন, "কিন্তু আমি তো জানি ও স্টার মার্কস পেয়েছে" ।
এতে সেই ক্লাস মেটের মা মুখ বাকা করে বললেন, "স্টার মার্কস পাইলে কি হইবো, আসলে ঐ সেকেন্ড ক্লাসই"!!
Our good feeling, love, good comment, respect are only for
our own people, own team. We don’t like to see good in others. No matter what
good things we see in others, we have to ignore it and pretend it’s nothing. It
will be good if we can search and found any bad thing in that good, then we
have something to say. If we can’t then we will try to find some other bad or
wrong thing in other matter and will say about that. We will never agree that
other team has any good thing on this earth.
Long time back, my elder sister passed SSC exam with start
marks and 3 letter marks (objective question didn't added on those days). One
day our top floor neighbor came to visit us and tells my mother a story, “I
went to another house whose girl also given SSC exam. That girl’s mother said,
your girl passed the exam in second division. I replied, as far as I know she
got star marks. That lady makes her face and said, may be she got star marks
but she passed in second division”
No comments:
Post a Comment