যুদ্ধ করছি, প্রতিনিয়ত। প্রতিনিয়ত যুদ্ধ করছি, নিজের সাথে। অনেক আলসেমি হয়েছে, অন্যের জন্য অনেক করা হয়েছে, সবার কথা অনেক ভাবা হয়েছে। এবার নিজের দিকে তাকানোর সময়। আমার ভাল হলেও বহুলোকের উপকার হবে। আমার ক্ষতি হলে শুধু মাত্র একজন ক্ষতিগ্রস্থ হবে। ওর জন্য হলেও আমার নিজের দিকে তাকাতে হবে।
এখন শুধু ভালোর দিকে এগুনোর সময়। কাজ করে যেতে হবে। শুধুমাত্র যা সঠিক তার জন্য। কারো কথা শুনে নয় (সবার পরামর্শ বিবেচনার পর), নিজের সিদ্ধান্ত অনুযায়ী। দেখা যাক কতদুর যেতে পারি। তবে সব সময়ই, যখনই, যে অবস্থায়ই থাকি না কেন, সুখে থাকব। যা থাকবে তাই নিয়েই সন্তুষ্ট থাকব। আমার জীবন পুরোপুরি আমার। সুখি থাকাই জীবনের একমাত্র লক্ষ্য। আপসোস, দু:খ, কষ্ট, না পাওয়া, এসব একেবারে ধুয়ে মুছে ফেলে দিলাম। যে যার বাড়ি যা...
I am fighting always, fighting always with myself. I have
done enough laziness, done enough for others, thought enough for others. Now it’s
time to look after me. If any good happens to me, many people will be benefited.
When I get hurt, only one person will suffer. May be for him only, I have to
look after myself.
Now it’s time to go, only for good, only for the right. No
need to listen others (will take if those are for good), will always go with my
own decision. Let’s see how far I can go. But no matter in which way I stay, I
will be happy always in my mind. Whatever I had will be happy with that. Living
happy is my only goal. No space for regret, sorrow, hurt, expectation in my
life. I washed them away from my life.
No comments:
Post a Comment