Shafeen took my picture at KFC |
ছোট বেলায় আব্বা-আম্মার কথা মতো ছবির জন্য পোজ দিতাম। ছবি কেমন আসলো, কি রকম হলে ভাল হতো এসব ভাবার বয়স ছিলো না। এরপর একটু বড় হয়ে লক্ষ্য করলাম, আমার চেহারা ক্যামেরায় ভাল আসে না (এমনিতেও ভাল না)।
তাই ছবি তোলার সময় লক্ষ্য করতাম আসে পাসের দৃশ্য যেন ভাল হয়। কিছু তো ভাল থাকতে হবে ছবিতে। সবই ছিল এ্যানালগ ক্যামরার কাজ। মোবাইলে ক্যামেরা আসার পর শুরু হলো নিজের হাতে মন মতো ছবি তোলা। নিজের ছবি এবার প্রায় বন্ধ হয়ে গেল। কি দরকার আজে বাজে ছবি তোলার। এখন মাঝে মাঝে দু একটা ছবি আমার ছেলে তুলে দেয়। তোলার পর বলে, ছবি ভাল এসেছে, মাথা কাটা পরেনি (ও আমার বেশ কয়েকটা হাত পায়ের ছবি তুলে দিয়েছে)।
In my childhood my parents use to take my pictures. I had to
give pose with their instruction. On those days I never care how I am looking,
what can make the picture better. Then after grow up I noticed my camera
picture isn't good (well, I am not a good looking person). So, I tried to give
good background picture. At least something should come good, isn't it? Then
mobile camera came and I started taking picture as much as I wish. Now it
became very rare that I took any picture of mine. Sometimes my son took my
picture and says, “Mom, this one came good, your head isn't missing here (he
took some pictures with only my hands and legs)”.
No comments:
Post a Comment