Wednesday, January 29, 2014

কেন সাহস পাই না


যা আমি সব সময় চাই, সেই জিনিসটা যদি একদম সামনে চলে আসে, তখন কেন যেন ভয় পেয়ে যাই। ফলাফল, উল্টা দৌড়। এ কেন হয়? ছোট বেলার স্বভাব থেকে এখনও কেন বের হতে পারলাম না। কেন এতো ভিতু, নিজের উপর কনফিডেন্সের অভাব। কেন কাজটা সামনে আসতে আসতে সব কনফিডেন্স চলে যায়। অথচ আমি কোন কিছুতেই একেবারে খারাপ না। তাহলে আর ভয় কেন? নাহ এখনও এ থেকে বের হতে পারলাম না।

Whatever I want, when it comes in front of me, I got afraid. So, I stepped back. Why I am doing this kind of attitude, I don’t know. It’s my Childhood nature. I wish I could overcome this problem. Is it lack of my confidence? I am not bad at anything. Then why I got afraid of everything which I should face easily. I don’t know, I really don’t know.

No comments: