Tuesday, January 7, 2014

সব কাজই ম্যানেজ করেন সুন্দরভাবে অনেকে (Some people can manage every work nicely)


কাউকে যখন খুব গুছিয়ে সুন্দর ভাবে কাজ করতে দেখি, আমি একেবারে মুগ্ধ হয়ে যাই। কি সুন্দর করে ঘরে বাইরে (বিশেষ করে মেয়েরা) সব কাজ করে। একজন বললেন, "সব কিছুই খাপে খাপে ঠিক বসে যায়"... কিভাবে? আমি তো সব সময়ই ব্যর্থ। ছেলের সব কাজ করলে নিজের কাজ হয় না, ঘরের সব কাজ করলে নিজের কাজ বাদ, বাইরের কাজ করি যেদিন, ঘরের কোন কিছুই ঠিক মতো হয় না। সবই উলট পালট হয়ে যায়। খুব বেশি যে দিন ভাল ভাবে কাজ করতে পারি সেদিন একটা দিকের কাজ শুধু ঠিক মতো হয়। 

আজ সকালে একটা মুভি দেখলাম। আমি যেহেতু বেশি ইমোশনাল, তাই কয়েক ফোটা চোখের পানিও ফেললাম মুভি দেখে। তবে মুল কথা হলো আমার দিনের শুরুর কয়েক ঘন্টা এতে চলে গেল। ফলাফল আমার হযরবল অবস্থা। ছেলের খাওয়ার, অন্যান্য কাজের, নিজের কাজের, নামাজের, ঘরের কাজের সব কিছু স্কুইজ হয়ে এক সময়ে পরে গেল। সাথে আছে,ময়লা ওয়ালা, বুয়া আরও অনেক কিছু...।

নাহ আমাকে দিয়ে আর হবে না। এতো বয়সেও যখন ঠিক মত সব গুছাতে পারছিনা, আর কোনদিন আমাকে দিয়ে হবে, এই আশাও আর করি না :(

When I see someone working very organize at home and outside (especially women) I really respect them. One said, “Ever work somehow settled well in its range” I really felt how? Because I always failed to do work in a way as I wanted. When I do all work of my son, my work misses (not done all or not done properly or the way I wanted), when I give attention on my house work, some of my son’s work misses. When I complete one side work perfectly, I miss other sides work.

Today morning I had watched a movie. As I am a very emotional person I dropped few drop of water from my eyes. That’s not the big deal, main problem is now my day time squeezed and I have to do all other duty in a very small time period.


Nope, maybe I am not like that, that I will do every work perfectly (as I want) always. I have expended many years but couldn’t find a good solution of it, so I have accepted that this is it. I can only do this much. L

No comments: