Tuesday, March 17, 2015

ন্যাড়া মাথা (Bald head)


[English version has given below]

আমি যখন ছোট ছিলাম তখন অভিভাবকদের মধ্যে একটা কমন ধারনা ছিল (হয়তো এখনও আছে), বাচ্চাদের বার বার চুল কাটলে চুল ঘন হয়ে বড় হয়। ফলাফল সব সময়ই বন্ধুদের কারো না কারো বেল মাথায় পট্টি বেঁধে ঘুরতে দেখতাম (এবং নিজেও ঐ অবস্থায় পড়তাম)। আমার বয়স যখন ৩/৩.৫ (মনে নেই শোনা কথা) তখন আম্মা প্রায়ই মাথা কামিয়ে দিতেন। ব্যাপারটা এতো সহজ ছিলোনা, আমি খুব চঞ্চল মেয়ে ছিলাম (এখন আত্মীয়রা অবাক হয়ে বলে, এই মেয়ে এতো ঠান্ডা হলো কি করে?)। শুতরাং জেগে থাকতে মাথায় ব্লেড চালানো অসম্ভব, তাই ঘুমালে আম্মা তার অপারেশন বেল শুরু করতেন। দেখা যেত প্রায়ই পুরো মাথা খালি করার আগেই আমার ঘুম ভেংগে যেত। আমি ঐ অর্ধেক কামানো মাথা নিয়েই পাড়া ঘুরে বেড়াচ্ছি (কারো হাসাহাসি নিয়ে আমার মাথা ব্যাথা ছিলোনা তখন, এখনও নেই)। পরে আবার ঘুমালে আম্মা আবার শুরু করতেন, এভাবে একটু একটু করে পুরো মাথা খালি করতেন। :)


When I was a kid, our elders thoughts (May be this tradition still going on in some families) if you clear (hair cut/bald) your kids head frequently in childhood then your kid's hair will grow with more density. So, we use to see our friends with bald head and scarf frequently. And they had seen mine too. I don't remember these situation because I was only 3 or 3.5 years old. I heard these from elders, that it wasn't an easy task for my mom. Because I was very brisk (Even now my relatives became surprise how this girl became so quite). So my mom has to clear my hair when I fall in sleep. Many times before she completed my head, I woke up. Then I use to play and travel in my area with awkward head (Part of my head was hairless). I didn't care why people laughing at me. Again when I fall in sleep my mom could complete her job :)

No comments: