Sunday, February 15, 2015

কিভাবে কিছু পাওয়ার চেষ্টা করবেন (How to achieve things that you like)


[English version has given below]

আপনি যখন কোনো কিছু পেতে চান, এটা দুভাবে পেতে পারেন. ভাল উপায়ে অথবা মন্দ. আপনি বলবেন, আপনার জন্য কোনটা ভাল আর কোনটা মন্দ এটা আপনি বলার কে? একটা উদাহরন দিয়ে বলছি, আপনি নিজেই বুঝতে পারবেন.

আপনি রাস্তা দিয়ে হাটছেন. হঠাত একটা মিস্তির দোকানে দেখলেন হরেক রকমের মিষ্টি সাজানো আছে. এখন আমি কিভাবে সেটা নিবেন.

এক, আপনি কেড়ে বা চুরি করে নিতে পারেন. এতে দোকানিসহ এলাকার লোকজন আপনাকে ধরার চেষ্টা করবে, ধরতে পারলে গন পিটুনি সেই সাথে জেলের সম্ভাবনা আছে. আপনি আর ওই দোকানের মিষ্টি দুরে থাক, এলাকা দিয়ে হাটতেও পারবেন না. 

কেউ টের না পেলেও আপনি ভয়ে ভয়ে লুকিয়ে অশান্তি নিয়ে খাবেন.

দোকানের ক্ষতি হবে.

দুই, আপনি কোথাও কাজ করে অর্থ আয় করে দোকান থেকে কিনে খেলেন. এতে সময় লাগবে, তাই আপনার খাবারের আগ্রহ বাড়বে, খেতে আরো ভাল লাগবে.

দোকানের আয় হবে.

আপনি যেখানে কাজ করলেন, সেখানে একটা কাজ সমাধান হবে.

আপনি সম্মানের সাথে থাকবেন.

এবার আপনি নিজে বলুন, ভাল কোনটা আর খারাপ কোনটা?

এজন্য কোন কিছু পেতে হলে সেটা ভাল উপায়ে পেতে চেষ্টা করা উচিত. এটা সবার জন্যই উপকারী.

How to achieve things that you like
Whenever you like anything and want to have that you have two different ways to achieve it. Good way or bad way. Now you may say, who the hell are you to decide which is good or which is not? Let me explain with an example. You will get it by yourself.

Like, you are walking on the street. Suddenly you saw a shop of sweets. You wanted to have them. Now how will you do that?

First, you can get them by force or stealing. In that case the shop keeper and the local people will try to catch you and if you get catch then they might hurt you and probably you will be in jail.

If anyhow they don't notice you, you will always have some fear to get caught and won't take those sweets in good position

Second way, you will go somewhere else and earn money, then buy sweets and eat it in pleasure mind. As you have earned the money you will feel more taste in the food and as it take more time to get, your interest to have those will grow.

The shop will get some profit.

Where you have work for money, one of their works will be done.

Now which way you think is good?

So, whenever you want something, try to find the good way to achieve it. It’s good for all.

No comments: