Friday, February 13, 2015

রোল নং ০১ (Roll number 01)


[English version has given below]

আমি জীবনে খুব বড় বড় কোনো লক্ষ কখনোও করিনি, কারন, কোনো কিছু আশা করে সেটা না পেলে আমার হজম করতে খুব কষ্ট হয়। আর অনেক দিন একটা লক্ষে কাজ করারও যথেস্ট শক্তি আর ধৈর্যের দরকার। অলস মানুষদের পক্ষে যা করা খুবই কষ্টকর। তবে ধৈর্য্য ধরে সফল যে হইনি তা নয়।

আজ এই সফলতারই একটা উদাহরণ দেই। স্কুলে জীবনে কোনো দিন একবারে সব ক্লাসের পড়া পড়ে ক্লাসে যাইনি, কখনোও পরীক্ষার আগের রাতে ছাড়া একটানা পড়িনি। কেমন যেন একটু গা-ছাড়া ভাব ছিলো। ক্লাস 8 এ বৃত্তি পরীক্ষার টেস্ট হলো। আমার ধারনা ছিলো, আমার মতোন ছাত্রীর অন্তত: পরীক্ষা দেয়ার পারমিশন পাওয়া উচিত। কিন্তু রেজালট বের হবার পর দেখলাম আমি টিকিনি। আমার প্রথম ব্যর্থতা। মাথা খারাপের মতোন হয়ে গেল, আমি টিকিনি!! বাসায় কি বলব? রিকশা দিয়ে বাড়ি ফিরছি। আগে রাস্তার আশে পাশে কি হচ্ছে না হচ্ছে খুব মনোযোগ দিয়ে দেখতাম, এখন মনে হলো, দুনিয়ার কোনো কিছুই আমার জন্য না, আমি ব্যর্থ। কি যেন হয়ে গেল, টিভি দেখা, গান বাজনা, খেলা, গল্প সব বন্ধ করে দিলাম। একটাই চিন্তা, এসব আমার জন্য না। শুধু পড়লাম। বৃত্তি পরীক্ষার টেস্ট আর ফাইনাল পরীক্ষার মধ্যে কতদিনের পার্থক্য ছিল মনে নেই, তবে বেশিদিন না (বেশিদিন হলে আমার কি হতো কে জানে)। ফাইনার পরিক্ষার রেজালট দেখে সবাই অবাক হয়ে গেল। আমার অবস্থান যেখানে প্রথম ৪০ জনের মধ্যে ছিলোনা, সেখানে আমি হলাম ২য়! 

নবন শ্রেণীতে এ সাইন্স নিলাম না (আম্মা বললেন অংকে তো তুমি ভালো না, সাইন্স নিয়ে লাভ নেই), আর্টসে ঢুকলাম, প্রথম যে হয়েছিলো ও গেল সাইন্সে। তাই আমার রোল হলো ১ (জীবনে প্রথম বারের মতোন)।

[২৭ শে মে, ২০০৬ ]

In my life I never dreamed big, because if I except something and then didn't get it, I can't accept that. It really hurts. Another reason is, its need strength and patient to achieve any goal. Which is little difficult for a lazy (?) person like me. But where I really shown patient and keep tried, I succeed.

Let me give you an example. In my school like I never use to read all subjects lesson as given, I never read for long time except the very last night before exam. Actually I never seriously took my education. When we had to sit for test to get permission for main scholarship exam, I thought, I will at least get chance to sit for this exam. I give the exam and when the result comes out I found I couldn't get the pass mark. This is the very first failure in my life. I never thought I would be in this position. Something happen with me, the only thing I can remember is I have failed. After getting the result I couldn't think about anything around me. Something telling me inside my brain, that nothing is for me, I am a failure. I stopped watching TV, singing, dancing, playing, spending time with others etc. I only concentrate on my study. This was a very short period of time from this test to our final exam (Otherwise I don't know whether I would be able to keep concentration or not) and I made a dramatic change in my exam result. My position wasn't in between 1 to 40, but this time I made my position at number 02. All student and teachers became surprise.

From class nine we had to make our decision which group I will continue further study, science or arts. My mom said, "You are not good in Math, so go to Arts group". I did. The girl who stands first took science. So at the end, in Arts (humanities) group my call roll became 01. For the first time in my life I stood in first position!

No comments: