Wednesday, February 11, 2015

কত কি করতে ইচ্ছে করে (I want to do many things)


[English version has given below]

কত কি করতে ইচ্ছে করে...

ছেলেটার ভাল যত্ন নিতে চাই, ওর স্বাস্থ্য, পড়াশুনা, বেড়ানো, পোষাক সব ভালভাবে করতে চাই. 

প্রিয় মানুষের সাথে সময় কাটাতে চাই, 

ঘরবাড়ি একেবারে ঝকঝকে পরিস্কার করতে চাই, সুন্দরভাবে সাজাতে চাই. 

খুব ভাল খাবার তৈরী করতে চাই, 

নিজের যত্ন নিতে চাই (ব্যায়াম, পরিচ্ছন্নতা, ত্বকের যত্ন, সুন্দর ভাবে নিজেকে সাজাতে, ভাল পোষাক), 

বই পড়তে, 

প্রিয় মানুষের সাথে ঘুরতে, 

লেখালেখি করতে, 

আয় করতে, 

ফেসবুকে সময় দিতে, 

বন্ধুদের সময় দিতে, 

অন্যের উপকারে আসতে. 

নিয়মিত এবং ঠিক মতো নামাজ, রোজা, কোরান, তসবিহ পড়তে... 

নিরাপদে থাকতে.

আহা এটুকুই তো চাই.... তাহলে সময়, সামর্থ্য (পারিপার্শিক অবস্থা, অর্থনৈতিক, শারীরিক) আর সুযোগ কেন যে পাইনা...

I want to do many things

I want to do many things… I wish I could succeed. Like…
I want a take a very care of my kid. Take care of his health, education, dress, outing etc.
Want to spend time with my loved one,
I want to neat and clean my house with well decoration.
Want to cook good, healthy and delicious food,
Want to take care of myself (Cleaning, taking care of skin, exercise, good dress up etc),
Reading book,
Outing with loved one,
Writing,
Income well,
Giving time on Facebook ,
Have good time with friends,
Help others,
Well and regular praying, reciting Quran,
Living safe and secure.
Ah… Am I asking too much from this life…? Why can’t I do this all because of lack of situation, time, money, health etc?


No comments: