Saturday, February 21, 2015

কাঠের পুল (Wooden bridge)


[English version has given below]

জীপ থেকে নেমে মামার সামনে এসে দাড়ালাম। মামা বললেন, বাসা হাটা পথ এখানেই। আমি দেখলাম রাস্তা ওখানেই শেষ। মানে উপজেলা শহরে (নাইখংছড়ি) যাবার কোনো রাস্তা নেই! একটু এগিয়ে দেখলাম পাহারি নালা। মামা বলল বৃষ্টির সময় পাহারী ঢলে নামে। এরপর সেই নালার উপর ছোট্ট একটা কাঠের পুল এরপর ফুলের বাগান, গোলাপী ফুল ফুটে আছে। তারপর মামার কাঠের বাড়ি। আমি মুগ্ধ হয়ে গেলাম। এরপর যতদিন ছিলাম, কাঠের ঐ পুলটার উপর সময় পেলেই এসে দাড়াতাম। আমি এখনোও কাঠের ঐ পুলটাকে মিস করি।

[০৬ ই জুন, ২০০৬]

We get down from jeep after long journey from Ramu to Baisory. My uncle said, now we have to walk to reach home. I saw the road has finished on that spot. That means there is no road to go Naikhongchhori. We start walking, after few minutes I saw a narrow hilly river. My uncle said, in rainy season water rush here from the hills. Then he said here is our house. I looked at it, on the hilly river there was a small wooden bridge, then a wooden house and in front of the house there is flower garden. Pink colored flowers are blooming. In one word I felt heaven.
I stayed there for one week and whenever I got time I use to stand on that bridge. Still I miss that bridge...

No comments: