Friday, February 6, 2015

টেনিসের প্রতি আগ্রহ (Interest on Tennis)

স্কুলে যখন আমরা ক্লাস ৮ এ পড়ি, তখন আমাদের ক্লাসে একটি নতুন মেয়ে ভর্তি হলো. নাম সাথী সরকার। শুনলাম সে খুব ভাল টেনিস  খেলে. বাংলাদেশে মেয়েদের মধ্য তার নম্বর ২. কন্যার সুখ্যাতিতে, আমি টেনিস এ বেশ আগ্রহ বোধ করলাম. ওকে বললাম, আমাকে টেনিস খেলা শেখাবে? সাথী কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে বলল, "আগে আমার মত শক্ত করতে হবে শরীরটাকে ". এবার আমি দমে গেলাম। কেন যেন নিজেকে কোমল, নরম রাখতেই আমার ভাল লাগল। টেনিসের প্রতি আগ্রহ এখানেই শেষ.

When I was in school at class 8, a new girl admitted in our class. Her name is Sathi Sarkar. She is very good in Tennis. In Bangladesh her ranking was number 2 in girls section. Her fem really encourage me in Tennis. One day I asked her, "Will you teach me Tennis?" She looked at me for few second then reply, "First you have to make your body hard like mine". I don't know why, I didn't like that idea. I better stay soft.... All interest on Tennis has gone from that day...

No comments: