Friday, February 20, 2015

Boys thinking


[English version has given below]

ছোটবেলা থেকেই একটা জিনিস আমি সব সময় লক্ষ্য করেছি, ছেলেদের সাথে আমার বনিবনা হয়না। ওদের চিন্তা-ভাবনা, কাজকর্ম, রিয়্যাকশন আমার ভালো লাগেনি। তাই সব সময়ই এদের সাথে কিছুটা দুরত্ব বজায় রেখে চলেছি।

আমার ছেলেকেও (৬ বছর বয়স) দেখি একই কাজ করছে। ওর ক্লাসে ছেলেমেয়ে একসাথে ক্লাস করে. তারপরও শাফিন শুধু ছেলেদেরই বন্ধু বানায়। আমি বললাম, তুমি মেয়েদের বন্ধু কেন হওনা ? ও বলল, "মেয়েরা তো জোরে জোরে দৌড়াতে পারেনা, বেশি লাফালাফি করতে চায়না"

স্কুল ছুটির পর কখনোও কখনোও ওর ক্লাসের মেয়ে এসে আমাকে অভিযোগ করেছে, "শাফিন আমার বন্ধু হতে চায় না". রীতিমতো চোখে পানি চলে এসেছে মেয়ের।
আমি শাফিনের উপর রেগে গেলাম. ডাক দিয়ে বললাম, "ও তোমার বন্ধু হতে চায় আর তুমি ওকে বন্ধু বানাচ্ছোনা কেন?"
শাফিন বলল, "ওত আমার সাথে রেস করতে পারবেনা।"
আমি বললাম, "আগে তো বন্ধু হতে দাও, হয়তো ও খুব ভাল ভাবে তোমার সাথে খেলতে পারবে। তার না পারলেও বন্ধু হলে তোমার সমস্যা কি? ও হয়তো তোমার খুব ভাল বন্ধু হতে পারবে। ও তোমার অন্যান্য বন্ধুর (ছেলে) মতো  মারামারি করবে না."
শাফিন বিরস মুখে রাজি হয়.

From childhood I have seen I faced problem in understanding with boys. Their way of playing, thinking, work, reaction didn't match with mine. So, I always try to keep some distance with boys.

Now, I found my son (6 years old) is doing same. He is studying in boys and girls combined school. But I found he is only making friends with boys. I asked him, why are you doing this? He replied, "Girls can't run fast like me, they don't like to do jumping...”

Sometimes girls complain me about Shafeen after school that Shafeen didn't accept to make friendship with her. I saw tears in their eyes. This really gives me anger. I asked Shafeen, what is this, why didn't you make friendship with her?

Shafeen, "She can't make race with me..."

I, "How do you know that? If she can't, it doesn't mean that she can't be a good friend. At least she is much better than your current friends (boys) who regularly fight with you."

Shafeen makes agree to make friendship with girls with a sad face...

No comments: