Wednesday, February 25, 2015

বেদুইনদের সাথে ১ রাতে (One night with Bedouin)


[English version has given below]

সৌদিআরবে থাকতে আব্বা আম্মা প্রায় রাতেই লং ড্রাইভে বের হতেন, আমরাও থাকতাম গাড়ির পিছনের সিটে এবং ঘুমিয়ে পড়তাম। এক রাতে হইচই শুনে ঘুম ভেংগে গেল। দেখি আমাদের গাড়ি দাড়িয়ে আছে, আর আসে পাসে আরো কিছু গাড়ি দাড়িয়ে আছে, বেশ কিছু বেদইন জটলা করে কি নিয়ে যেন কথা বলছে। আববাও আছেন তাদের সাথে। আম্মা আমাকে বললেন চলো। আম্মার সাথে সাথে মরুর বালুর উপর দিয়ে হাঁটতে লাগলাম। আরোও কে কে যেন সাথে ছিল। অন্ধকারে বোঝা যাচ্ছিলো। কিছুদূর গিয়ে দেখলাম কতগুলো তাবু। সেখানে মেয়েরা আর ছোট ছোট বাচ্চারা আছে। সবাই খুব হাসি খুশি, আমাদের দেখে সাদরে অভ্যর্থনা করল। খাবার মনে যা ছিল সব আমাদের সামনে আনলো। আমি তো আরবী বুঝিনা, আম্মা অনুবাদ করে দিচ্ছিলেন। বালুতে ম্যাট্রেস পেতে সবাই খোলা আকাশের নিচে বসে, শুয়ে আড্ডা মারছিলো। বাচ্চারা ছোটাছুটি করছিল। বেশকিছুক্ষন পর লোকরা ফিরে এলো। বলল গাড়ির চাকা বালুর ভিতর থেকে তোলা গেছে। আমরা সেই হঠাৎ উপকারী বেদুইনদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এলাম। ঐ রাতে আব্বা আম্মা কি করতো ওরা না থাকলে, সাড়া রাস্তায় দুজনে এটা নিয়ে জল্পনা কল্পনা করছিল। আমি গাড়িতে
আবার ঘুমিয়ে পড়েছিলাম।

When we were in Saudi Arabia, my mom and dad use to go for long drive at night. We were also stayed in the car. At back sit we use to sleep. One night I was sleeping at the back sit and suddenly I woke up by hearing noise of lots of people. I saw our car's wheel is inside the sand. Some other cars are standing beside our car. Some Bedouin are discussing on some issue and my dad was also with them. My mom came to me and asked, let's go. I start walking with her on the sand with some more people, though in dark couldn't understand who they are. After some moment we reached near some tents where some women and kids welcome us. They brought food whatever they had with them. We sit on the mattress on the sand. Kids were playing. After some time boys returned, they succeed to get out the wheels from sands. Then we said good bye and thanked to those Bedouins. In the car my mom and dad was discussing what would happened if those Bedouins were not available to help us... and I fall in sleep again on back sit while listening their talking....

No comments: