[English version has given below]
কাউকে যখন আপনি ১/২ বছর ধরে জানেন, তখন এটা খুব স্বাভাবিক যে আপনি বুঝতে পারেন, তাকে কিভাবে খুশি করতে হবে। আর সে যদি বোকাসোকা / সহজ সরল হয়, তো আরো সহজে বোঝা যায় কিভাবে কি করলে খুশি হবে/ মন ভালো হবে।
আমার কথাই ধরুন, বেড়াতে যাবার কথা বললেই লাফাতে থাকি। একবারও ভেবে দেখিনা, কত খরচ পড়বে, কার সাথে যাচ্ছি, যে বলল, সে কি ভদ্রতা করে বলল, না কি আসলেই নিতে চাইছে সাথে।
আজও একজনের কাছে শুনলাম নৌ ভ্রমনের কথা। আল্লাহ জানেন আসলেই হবে কি না হবে। কিন্তু আমার মুখের বত্রিশ দাত বের হয়ে গেছে, এই খবর শুনেই। বুঝিনা সবাই কি আমার সাথে ফান করে? করুক, এক মুহুর্তের জন্য তো ভালো লেগেছে। তাই বা কম কি?
[০৬ ই ডিসেম্বর, ২০০৬]
When you know a person for 1 or 2 years, probably you know how to make this person happy. If that person is little stupid or easy going then that it will be easier to understand, how to bring smile on their face.
Like me, if anyone offer or just mention about any travel plan, my heart start jumping. I don't think about the cost, with which I am going, is just for saying or not, is that person really wants me to go....
Today I just heard about a river cruise. Allah knows will it happen or not. But I couldn't stop my happy feelings by just hearing the news.
I really don't know do people make fun with me because I am so stupid? Let them do, at least for one moment I felt happy and for me, its priceless...
[December 06, 2006]