Monday, December 26, 2016

লোকের কথা (People talk)


[English version has given below]


একটা কথা আছে "লোকে বলে"। সাধারনত: লোকে আমার সম্পর্কে কি বলে, কেন বলে এসব নিয়ে আমি মাথা ঘামাই না। হয়তো কিছু করতে পারিনা বলেই ঘামাই না। সব সময় নিজের মতোন চলার চেষ্টা করি। নিজে বিবেচনা করে দেখি, এটা খারাপ না ভাল। কে কি বলল, সেই মতোন চলার কোন ইচ্ছা নেই। খুব বেশি হলে একবার ভেবে দেখি, যেটা শুনছি, সেটা কতখানি ঠিক, যদি ঠিক মনে হয় তাহলে মেনে নেই। না হলে অগ্রাহ্য করি। এমন না যে লোকের বাজে কথা বন্ধ হবার জন্য কিছু করি, বা যা বলেছে বা যে বলছে তার মুখ বন্ধ করার জন্য চেষ্টা করি। কি দরকার। কে কি ভাবছে এত কিছু দেখার আমার সময় কই। তারচেয়ে বরং আমি নিজের কাজে মন দেই। 

আমি নিজে কারো সম্পর্কে খারাপ কিছু বলিনা। অন্যের কাছ থেকেও সেটাই আশা করি। আমি কিছুটা ধার্মিক, আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ আমাকে সব কিছুতে পথ দেখান, সাহায্য করুন এটাই চাই।

আমি জানি, কেউ যখন প্রথম কারো সম্পর্কে জানে বা প্রথম পরিচিত হয়, তখন শুরুতে তাকে যদি অন্য কেউ বাজে মন্তব্য দিয়ে পরিচয় করিয়ে দেয়, তাহলে কোন কারন ছাড়াই নতুন লোক সম্পর্কে তার খারাপ ধারনা হবে। খুব ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ না হলে এই খারাপ ধারনা আর কাটে না। তাই ভাবছি লোকের কথা একেবারে না শুনলেও চলেনা। আর শুনে নিজের মতোন করে চিন্তা করার ক্ষমতাও নষ্ট হয়ে যায়। সব কিছুর মাঝে সঠিক সিদ্ধান্ত নেয়াটা বেশ কঠিন

[২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮]


We know, people talk. Generally, I don’t care about what negative things people say about me or why. May be, since I don’t have the ability to make them stop, I just ignore them. I always try to follow my own rules. I try to judge whether I am doing right or wrong, then decide what to do. I never try to follow others. If anyone suggests me to do something, I will always think about it, if I feel it is good, I will do it, if not, I will just ignore it. I never try to stop people who spread gossip about me. I just don’t feel I need to do anything about it. I don’t have time for that. I like to concentrate on my own work.

Personally, I don’t say anything negative about others. I expect others to do same. I am little bit of a religious person. So, I depend on Allah. I hope He will show me the path and help in every step I take.

I have seen that if anyone says any negative comments about some unknown person, then without knowing anything about that person, you will get bad a impression about them. If you don’t get a chance to get to know them, this misunderstanding will continue. You might even pass this misconception to others too.

So what I have come to understand is that in this world you will always hear negative things about people.  This can lead to forming a negative impression about another person without you knowing whether it is true or not.  You can't stop this.

[February 27, 2008]

Sunday, October 30, 2016

Reading program in school

My son has fear in reading. The worst part of his school was reading. Well still it is. He said the teachers don't let them play all time, sometime he had to study too, so school isn't 100% good time pass.

Recently his school started a reading program. So, from now on everyday they give some books to the students to pic up according their choice and then take it at home. Every night parent's duty is to sit the kids with their given book and let them read by themselves unless they need any help to read. And the books are good to read with attractive pictures. My son likes it. He is very happy to read and very much interested to know about the new story. And yes, now he is trying to read every sign he saws and every text he found anywhere.... I like this school policy...

Monday, October 24, 2016

নেশা (Addiction)


[English version has given below]

নেশা বলতে, আমরা খারাপ নেশাকেই বুঝে থাকি। তবে নেশা ভালো কাজের ও হয়। কারো থাকে পরোপকারী নেশা, স্লীম হবার নেশা, কাজের নেশা, বই পড়ার নেশা, গবেষনার নেশা, লেখার নেশা, রুপ চর্চার নেশা (এটা অবশ্যই ভালো, না হলে সুন্দর মানুষ পেতেন এতো?) আরও কত কিছু। আর ব্লগিং? এটাও নেশা। তবে এই নেশা বোধহয় ভালো খারাপ ২ অর্থেই হতে পারে।

তবে ব্লগিংকে  আমি, নেশা না বলে হবি বা অভ্যাস বলতে পারতাম। নেশা বলার অর্থ হলো এটা স্বাভাবিকের সীমাকে অতিক্রম করেছে। অতি মাত্রা যে কোন কিছুর জন্য খারাপ হতে পারে। যেমন অতিরিক্ত কাজের নেশা থাকলে স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, আর একবার বিছানায় পরে গেলে আর কাজ চালানো সম্ভব নাও হতে পারে।

আমাকে একজন বলেছিল আমার চায়ের নেশা আছে। আমি বললাম আমি দিনে ২ বারের বেশি চা খাইনা, এটা নেশা কেন হবে? যে দিনে ২০/২৪ বার খায়, তার ক্ষেত্রে বলতে পারো। ও বলল, চা না খেলে তোমার খারাপ লাগে? আমি বললাম, হমম, মাথা ব্যথা করে। ও বলল, তাহলে? যত যাই বলুক, দিনে ২ মগ চা খেয়ে আমি মোটেও নিজেকে চা খোর ভাবতে পারছি না। নেশা যদি হয়েও থাকে তো এটা ভালো নেশা..


When we talk about addiction, we take it in negative sense. But we must know, addiction could be for good work too. Like some people have addiction to help other, some want to be slim, work addiction, reading books, addiction for scientific research, writing addiction, addiction for makeup (I will take it in a good sense, other wise how you will see beautiful people?) etc. What about blogging? Well, I think, for some people, this is a big addiction too. And this addiction can use in both good or bad.

I could say hobby about blogging. Because addiction means when anything goes too much, like, which is not in normal level. Anything could be bad, when it becomes too much. Like working too much can cause big health issue. They can’t get out from their bed and not capable to do any work.

One told me, I have addiction in tea. I said, I only take two cups of tea in a day. How it became addiction? People who takes tea 30/40 times a day, that can be an addiction. She asked me, if you don’t take tea, do you feel sick? I replied, yes, it gives me headache. So, it’s an addiction.

Well I don’t care what she said. Only two cups of tea can’t be called addiction. If it is an addiction, then it’s a good addiction.

[February 26, 2008]

Tuesday, September 27, 2016

No time for sickness

I never felt I have enough time to do all things I want to do. But now I realize I even don't have time to get sick. If I get sick who will earn money for home, who will take care of my son and my home.... so before I die, I can't get sick. Though because of sickness I have taken 2 days off from my work and class. But worked at home, make meal... and visited doctors and did different medical tests... You can say actually I was busy. But still felt good that I didn't have work load from my work place... 

Tuesday, August 9, 2016

ঘুম, এক মহাঔষধ (Sleeping, a great medicine)


[English version has given below]

আমার কাছে ঘুম এক অনেক প্রিয় এক ওষুধ। খুব মন খারাপ লাগলে, শরীর অসুস্থ লাগলে সব সময়ই চেষ্টা করি ঘুমিয়ে পড়তে, তারপর যতক্ষন সম্ভব ঘুমিয়ে থাকি। এরপর উঠলে খুব ভাল বোধ করি। ক্লান্তি, অসুস্থতা সব কিছু অনেক খানি কেটে যায়। 
খুব আরাম করতে ইচ্ছা করলেও ঘুমিয়ে পড়ি। এরচেয়ে আনন্দের আর কি আছে।

আমার মাথা ব্যাথা হয় খুব মাঝে মাঝে। তাই আমি ঘুমালে আম্মা কখনও ডাকে না বা কাউকে ডিসটার্বও করতে দেন না। তাই আরামের ব্যাঘাত ঘটার কোন কারন নেই।

এস. এস. সি পরিক্ষা দেয়ার পর অফুরন্ত সময়। আমাকে আর পায় কে। ৯টায় উঠে নাস্তা করে আবার ঘুম, ২টায় উঠে খেয়ে আবার ঘুম, বিকালে উঠে চা খেয়ে টিভি দেখে ১১টায় আবার ঘুম। মাঝে নামাজ গুলো পড়তাম। আহা। সবচেয়ে বেশি আরাম বোধহয় সেই সময় করেছি। আবার বড় বোন (শারমিন) ওর ক্লাসে সেটা আবার গল্প করেছে। ওর এক ক্লাস মেট সেই গল্প আবার তার ছোট বোনকে করেছে। সে আবার আমার ব্যাচ মেট। কোচিং সেন্টারে একবার আমাকে বলেই ফেলল, তুমি নাকি সাড়াদিন ঘুমায়। তারপর কয়টা থেকে কতটা পর্যন্ত ঘুমাই সব বলল। বলা বাহুল্য বড়পার উপর খুবই মেজাজ খারাপ করেছিলাম। আমি শুধু বললাম, তাহলে আর আমাকে জাগনা পেলে কিভাবে?

আমার বিখ্যাত ঘুম এমনই প্রসিদ্ধ ছিল যে বাসায় আত্নীয় কেউ এলে বলত, শিমুল কই? ঘুমাচ্ছে নাকি?

According to me, sleeping is a very good medicine. If my mind disturbed or I felt bad, I try to sleep and sleep as much as possible. Then whenever I woke up felt much relax. My tiredness, or sickness reduced.

If I felt to have relax time, I try to fall in sleep too, nothing can be happier than sleeping.

Sometimes I had headache. So, whenever I sleep my mom never woke up me or let others to disturb me. So, there is no reason that I can't sleep well.

After giving SSC exam I had plenty of time. So, nothing can stop me. I started awaking up at 9 am to take the breakfast. Then fall in sleep. Again woke up at 2 pm to take the lunch and fall in sleep. Again woke up at afternoon. Then after having snacks and dinner I got to bed at 11 pm. In between I prayed my prayers. You know what, maybe I had spent my most relaxed time on those days.

My elder sister Sharmin said this sleeping story to her friends in school and one of them had a younger sister who use to study with me in a coaching center. One day that girl told me, "Hey, I heard you sleep whole day?" Well I was really angry with my elder sister. Just said to her, "Then how come you find me awaking?"

My sleeping habit became very famous in our family. So, whenever any relative came to our house, they use to ask, "Where is Shimul (My nick name)? Is she sleeping?"

Thursday, June 30, 2016

I don't have enough time

From my childhood, I always felt I don't have enough time to cover up my to-do list. First, I thought I wish I could have 48 hours a day, then I realize actually I need 72 hours a day. After years I thought I need a week time long day.... Now I am thinking to complete my work my one life isn't enough.... I need few more life and adult age to complete my general work what I really want to complete... :)

Friday, June 17, 2016

ফুলের সৌরভ (The fragrance of the flower)


[English version has given below]


আমার অ্যালার্জি আছে, তবে ফুলের রেনু থেকে নয়। ছোট বেলায় আম্মা বলেছিলেন, খুব কাছ থেকে ফুলের গন্ধ শুকতে হয় না। কারন ফুলের মাঝে ছোট ছোট পোকা মাকর থাকলে সেটা নাকি নাকের ভিতর ঢুকে পড়ে। তাই এখনও ফুল পেলে ফুলটা হাতে নিয়ে একটু দুরত্ত রেখে পর্যবেক্ষন করি, তারপর খানিকটা দুরত্ত রেখে ঘ্রান বোঝার চেষ্টা করি।
একদিন এক কলিগ রাস্তা থেকে বেলি ফুলের মালা কিনে দিল (আসলে মায়ের জন্য কয়েকটা কিনেছিলেন, আমি গাড়িতে ছিলাম বলে আমাকেও ২টা দিয়েছিলেন)। পুরো গাড়ি সৌরভে ভরে গেল। আমি তো ফুল পেয়ে খুবই খুশি। আমাদের ড্রাইভার বললেন, ওরা ফুলে স্প্রে দেয়, তাই এতো গন্ধ। মনটা দমে গেল। তাও বললাম, দেখি যদি কালকেও ঘ্রাণ থাকে তো বুঝতে হবে আসলেই এটা প্রাকৃতিক ফুলের সৌরভ।
আমাকে হতাশ করে দিয়ে পরের দিন ফুলগুলো থেকে সৌরভ পুরোপুরি চলে গেল। ফুলের মালা দুটি এখনও ঘরে ঝুলানো আছে। বেলিফুলশুকিয়েগেলেও নষ্ট হয় না।



I have allergy, not with flowers. My mom said me in my childhood that we shouldn’t take flowers too close to our nose to smell its fragrance. There might be some tiny bugs in it which may get inside our body through our breath. Since then whenever I hold any flower I try to get its fragrance with s some distance.

One day one of my colleagues gave me two flower’s neckless (Jasmine) in our office car. Actually, he bought for his mother and as I was also in the car he gave me two of them. The fragrance of the flower covered inside car immediately. I became very pleased.

Then our driver said, these people spray fragrance on the flowers, that’s why it smells so strong. I said, OK, I will keep it at home and will see what happen next day. If all fragrance has gone, then I will be sure it was from the spray.


Finally, I found that the driver was right. Next day there was no fragrance of the flower. Anyway, I kept it for days, it became dry but look beautiful. See, that’s our file, fragrance goes so quickly but still the dry part left alone.

[February 11, 2008]

Wednesday, June 8, 2016

Standing up in workplace

Maybe employers of this country (Canada, with many other countries) are very caring about their employee's health. That's why in most cases, especially who are working in junior level has no chance to sit a bit. Standing up for 8 hours in a day isn't easy. Especially who has plus size body. Every day they needed to put "ointment to kill the pain of muscles" on their feet. Sometimes after work they can't walk normally. But what else they can do but follow the countries 'standing up' tradition. Yes, it's good for health, because most of the people lose their weight after starting work in this country. :) (This system also reduces sitting arrangement costs)

Monday, May 30, 2016

আকাশ কুসুম কল্পনা (Build castles in the air)


[English version has given below]

কোথায় যেন পড়েছিলাম, "তুমি কল্পনা করতে ভয় পেয়োনা, যত খুশি আকাশ কুসুম কল্পনা করো। তারপর তাতে শুধু পিলার লাগিয়ে দেও, যেন পড়ে না যায়।" কথাটা খুব ভালো লেগেছিল।

হয়তো যার চাওয়ার অভ্যাস কম, সে কম পায়। অনেক চাইলে হয়তো বেশ কিছু পেতো।

ঢাকা ইউনিভার্সিটির জিওগ্রাফি এন্ড এ্যানভাইরনমেন্টের একজন প্রফেসর (ড: আব্দুর রব) ক্লাসে বলেছিলেন, "সবাই যদি নিজেকে বাঘ মনে করে, তাহলে যার সত্যি ক্ষমতা আছে সে হতে পারবে বাঘের মতো। কিন্তু যদি মনে না করো, তাহলে ক্ষমতা থাকলেও হতে পারবে না।"

কথাটা মনে গেথে গিয়েছিল। তারপরও উচ্চাশা কখনও করিনি। মনে হয়ছিল, আমি আমার সাধ্য মতোন ভাল কাজ করে যাব, তারপর যা হবার হবে।

কিন্তু এখন মনে হয়। ভালো কাজের পাশাপাশি, উচ্চাশারও দরকার আছে। যেটা আপনাকে ভবিশ্যত পথ নির্ধারন করতে সাহায্য করবে।

[০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮]

I had read somewhere that you shouldn't get afraid to build castles in the air. You just have to add pillar with it so that it won't fall down.

Maybe people who ask less get less. If they had habit, to ask more, they might get more.

In Dhaka University, our professor Dr. Abdur Rob (Geography & Environment Department) once said in the class, "If everybody think they are the tiger, then who really are may found themselves, but if they don't think or try this quality will sleep always inside them."

These words really made me think, though I never expect more. I thought, I will work better and make myself better every day as much as possible, then whatever happen I will accept.

But sometimes I think, with good work, you need to be ambitious, which will help you to grow more for the future.

[February 08, 2008]

Wednesday, May 25, 2016

3rd world to 1st world.

When anyone came from 3rd world to 1st world, they first think everything is very fair and well driven over here. But you know, you came in 1st world, not in heaven. So, everything won't be fair as you expected. Though in many cases you will have satisfactory result.

Tuesday, April 26, 2016

সুন্দর আর কালো (Beauty and Black)


[English version has given below]

হয়তো আমার গায়ের রং গাড় খয়েরী (আমার বোন আর ভাগ্নে বলে) বা কালো বলেই কথাটা নিয়ে একটু খটকা হয়েছিল।

সাধারনত: আমার সামনে কেউ কালো গায়ের রং নিয়ে কিছু বলে না। কারনটা খুব স্বাভাবিক। এ জাতীয় কথা বার্তা আমার ভালো লাগবে না। আমার মতে, কে কি রং পছন্দ করবে এটা যার যার নিজস্ব বিষয়। ফর্সা ভালো লাগলে ভালো, কালো রং যার ভালো লাগে তার জন্য সেটাই সুন্দর। এখানে কাউকে হেয় করার দরকার নেই। সত্যি কথা হলো, কারো পছন্দের উপর অন্য কারো হাত নেই।

আমার গায়ের রং যে গাড় এটা সব সময় মনে থাকত না। কারন আমার আশে পাশের লোকজন তাদের আচরন দিয়ে মনে করিয়ে দিত না। 

ইদানিং কথাটা কারো কারো কাছে একটু অন্য ভাবে শুনছি। কথায় কথায় বলে অমুক সুন্দর আর অমুক কালো। তারমানে যে সুন্দর সে ফর্সা। আর যে কালো সে অসুন্দর। প্রথমে শুনতে অন্যরকম লেগেছিল। হয় কালো - সাদা হবে , না হয় সুন্দর - অসুন্দর হবে। তারপর মনে হলো অধিকাংশ মানুষই হয়তো ফর্সা রংকে সুন্দর আর কালো কে অসুন্দর মনে করে। তাই হয়তো এভাবে বলার প্রচলন হয়েছে। যে যেভাবে দেখে। এতে তার দৃষ্টিভংগী কেমন এটাতো জানা যায়...

কানাডায় আসার পর এক সাদা মহিলা কথায় কথায় বলছিলেন, আমরা গায়ের রং রোদে পুড়িয়ে গাড় করতে পছন্দ করি। আমি বললাম, আমার এরকম করার দরকার নেই। মহিলা হেসে উত্তর দিলেন, ঠিক, আমরা চামড়া পুড়িয়ে তোমার  রং বানানোর চেষ্টা করি, আর তোমার এমনিতেই সেটা আছে। শুনে খুবই ভালো লেগেছে। এই প্রথম কেউ আমার গায়ের রং পছন্দ করলো। 


Maybe because my skin color is deep brown (As my sister and nephew said) or black, this kind of word hurt me. Let me tell you in details.

Generally, people don't say about my color, in front of me. Very natural, this kind of talking won't make me feel better. I believe it's totally personal choice who will love which color. If people likes white skin, it's their choice. If anyone likes black skin it's totally their choice. Nobody needs to under-estimate other's choice. The truth is you can't make people like what you want.

Sometimes I even forget what's my skin color is, because people around me didn't let me think about it. Now a day, I heard it differently...

Some people says, this person is beautiful and that one is black. What's this mean? Beautiful means white? And black is not beautiful? They should either say this is white and that is black or this person is beautiful and that person isn't.

Then I thought, maybe most of the people think black isn't beautiful so when they say this person is beautiful that means this person is white and that person is black, so they mean that person isn't beautiful. What can I say, at least from this way, we can understand what kind of thought these people has?

After start living in Canada, one day a Canadian white woman told me, they like to spend time in the sun to make their skin dark. I replied I don't need that. She smiled and said, yes, you have the perfect color by born, which we try to have in the sun.

I really liked this comment, for the first time someone liked my skin color!

[February 06, 2008]

Tuesday, April 19, 2016

Trust nobody

A journalist asked to one of the richest persons of this world, to know how she became so successful. She replied, “Trust nobody. If you have no choice, then trust for some time.”

I think this is really a very important message to the company holders. You shouldn’t trust anybody blindly in your company. Sometimes senior workers earned your trust. But they will also become experts on what you think in which situation. So that they can easily do their things where you have no idea. They can place traps for other newbies whom they don’t like and make them looser in front of you, as they know for which situation you will be mad at them. If you trust blindly, you will become a doll for them, with whom they can easily play and made instruction about what they want.


So again trust nobody, if you have to trust then trust for limited of time. Always try to check everything (Randomly) of your company by yourself.

Monday, April 18, 2016

সাদরে গ্রহন (Warm reception)


[English version has given below]


কে না চায় তাকে সবাই সাদরে গ্রহন করুক। সেটা যেখানেই হোক না কেন। দোকান, অফিস অথবা ঘর যেখানেই যান না কেন, যদি দেখেন আপনি যাওয়া মাত্র সবাই হাসি মুখে আপনার দিকে তাকাচ্ছে, আপনাকে দেখে ছুটে আসছে, আপনাকে মিস্টি কথা বলে আপনাকে গ্রহন করছে নিশ্চয়ই খুব ভালো লাগবে আপনার। তাহলে যে কোন জায়গায় খুব সহজে আপনি মিশে যেতে পারবেন, কোথাও গিয়ে আপনার ভাল লাগবে, অচেনা হলেও অসস্তি বোধ করবেন না। আর যদি তার বিপরীত অবস্থা দেখেন? দেখেন সবাই মুখ কালো করে আছে, আপনাকে দেখেও কারো কোন বিকার হলো না, বরং দুরে সরে গেল, তাহলে? নাহ এতো খারাপ অবস্থা কারো জন্য কামনা করছি না। যদিও আমি নিজে বহুজায়গায় এইভাবে স্বাগত হয়েছি।

তবে কোনো জায়গায় এই হাসিমুখে এগিয়ে আসলেই বরং ভয় লাগে। যেমন, হাসপাতালে ছাড়া পাবার দিন যদি নার্স/ওয়ার্ড সিস্টার হাসিমুখে আসে (মানে টাকা পয়সা দিতে হবে), যে আপনাকে নানাভাবে হয়রানি করছে (সে হাসার মানে আপনাকে আবার কোনো ট্র্যাপে ফেলতে সফল হয়েছে)

[February 04, 2008]

Who doesn't want a warm reception? No matter which place it is, shop, office or home, wherever you go, if people welcome you with a smiley face and come near to you to welcome you, you will feel much better and you won't feel any hesitation to mix up with them. No matter how unknown they are. 

What happen if you see the opposite situation? Ever body made an unhappy face, they don't care who are you, go away from you, then? Well, I don't expect this for anybody. But I have faced this several times in several place.

But sometimes people smiley face may make you unhappy. Like in the hospital when you are going to take release (In Bangladesh) if nurse and word boy came in front of you with a smiley face (They want money), the person who is trying to let you down (If they smile that means you are in their trap now).

Monday, April 11, 2016

Anger

I don't like anger. Whenever I found any person who has short tempered personality, I try to maintain a good distance with them, to not to see their anger. As I don't like to see other's anger, don't like to show my anger too. No matter how much I get angry, I don't let other's to see it. In this case, I became a good actress :) Well, some people things I may not have any anger as I don't react. Which is not true. 

Now a day I am thinking maybe my inside container where I fill all of my anger is going to overload. I am trying to make myself calm. Maybe I will succeed again, or burst out for the first time (I hope not).

Monday, April 4, 2016

দৌড় (Run)


[English version has given below]

ছোট বেলায় সবাই আমাকে ডানপিটে বলত (আমার তা মনে হ্য়না)। ডানপিটে বলার কারন, আমার দৌড়াদৌড়ি আর চঞ্চলতায় সবাই ছিল বিরক্ত (আত্নীয় স্বজনের কথা বলছি)। স্কুলে গাছে উঠতাম (কিছুদুর উঠতে পারতাম, বেশি না) বলে অন্যান্য ছাত্রীরা বলত "কলমি" (একটা নাটকের চরিত্র, আমার পছন্দের কোনো চরিত্র ছিল না)। 


বাস্তব সত্য হলো আমি দৌড়ে মোটেও ভাল ছিলাম না। কখনও কারো সাথে দৌড়ে পারিনি। ভুলেও স্পোর্টসে দৌড়ের কম্পিটিশনে যাইনি। এ্যানুয়াল ফাংশনে যখন স্পোর্টসের পুরস্কার ঘটি-বাটি জগ দেয়া হতো, তখন সেগুলোর দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর উপায় থাকত না। পুরস্কার আমিও পেতাম, তবে সেটা হতো বই। আমি জানি বইয়ের উপর উপহার হয় না। কিন্তু ঘটিবাটির উপরও আমার লোভ কম না। দৌড় দুরে থাক।, এখন তো জোড়ে হাটতেও পারিনা। ভাবছি রানিং মেশিন কিনব...। ভুড়ি কমাতে হবে।





In my childhood, my relatives use to call me reckless (I do not agree). They use to say like that because they were very much disturbed with my running and Restlessness. In school life, I use to try to climb up trees (Didn't succeed much) and other students called me "Kolmi" a character's name from a daily soap (I didn't like that character either).

Actually, truth is, I was never good at running. I could never win by running with anybody. That's why I never try to take part at any the competition in the school, at sports day. In our school annual prize ceremony, I had nothing to do but keep looking at the sports prizes. They were mainly kitchen accessories. I also had prizes in other category and those were books. I know, the books are the best prize at any time. But I like those accessories also. Now I even can't walk fast (Can't think about running). I think I should buy a running machine so that I can have control on the fat of my stomach.


[February 01, 2008]

Sunday, April 3, 2016

You always need a backup plan.


In your life, you will meet sometimes with peoples who stands against you without any (Valid) reason. Not only that, till their death they will try to let you down as much as possible. No matter how many times they fail, they will continue their evil work.

What can you do with them? How long will you fight? Maybe 99 times you will survive, but what about that 1% chance of failure. I am not asking you to step back. I am suggesting you to make a backup plan. So that any bad time you won't feel you are nowhere. It will also give you some mental relieve.

Monday, March 21, 2016

গাছের গুড়ির সিড়ি (Stairs made by log)


[English version has given below]

ফরিদপুরে নানা বাড়িতে দেখেছি পুকুর ঘাটে গাছের গুড়ি ফেলে সিড়ি বানাতে। গোল গোল গুড়িতে পা রেখে টাল সামলাতে ছোট বেলায় একটু অসুবিধায় পড়তাম। সব সময়ই মনে হতো এখনই পিছলে পড়ে হয় মাথা ভাংবে, না হয় সোজা পানিতে পড়ব। এখানে বলে রাখা ভাল আমি সাতার কাটতে জানিনাহ।
At my grandfather’s house (Maternal) in Faridpur, I have seen there were stairs made by log beside the pond. As those logs were round shape, I really faced trouble to keep my balance. Always felt I will slip down to the water. Well, I must confess here that I don’t know swimming.

ক্লাস টেন এ থাকতে বান্দরবনের নাইখংছড়ি উপজেলার বাইসরিতে গিয়েছিলাম। আমার ছোট মামা ওখানকার রাবার বাগানের ম্যানেজার ছিলেন। মামার সাথে রাবার বাগানে (বাগান মানে পাহাড়, পাহাড়ের গা জুড়ে রাবার গাছ লাগানো) গিয়েছিলাম। একটা পাহাড়ের চূড়ায় দেখলাম এক মগ পরিবার বাসা বানিয়ে থাকছেন। পাহাড়ের উপরটা চেছে সমতল করে এর উপর মাচা বেঁধে বাসা। সাথে নানা রকম ফল আর কাঠের গাছ লাগানো। ফলের মধ্যে পেপের কথা মনে আছে কারন ওরা পাকা পেপে খেতে দিয়েছিলো আমাকে আর মামিকে। যাই হোক মাচায় ওঠার জন্য ওরাও দেখলাম গাছের গুড়ি ব্যবহার করেছে। একটা গাছের গুড়িকে থাক থাক করে কেটে লম্বা করে মাচার সাথে লাগানো। ঐ কাটা জায়গায় পা দিয়ে মগ মেয়েদের দেখলাম ঘরে যাওয়া আসা করতে। ওখানে পা সোজা করে রাখা যায়না, জায়গা নেই, একটু বাকা করে রাখতে হয়। আমার সাহস হলো না ব্যলেন্স পরীক্ষা দেয়ার। মাচায় পা ঝুলিয়ে বসে রইলাম। মগ মেয়েদের দেখলাম, নড়াচড়ায় ওরা কোন তারাহুড়া করে না। মনে হয় নির্দিস্ট একটা লয়ে চলাচল করে, কাজ কর্ম করে। সেই লয়েই একপা দুপা দিয়ে গাছের গুড়ির সিড়ি দিয়ে ঘরে ঢুকছে বা বের হচ্ছে।



When I was in grade 10 I went to my uncle’s house (Maternal) at Baisori from Naikhonchhori, Bandarban. My uncle was the manager of a rubber plantation. I went to visit those rubber plants with my uncle (Here all plantation made on the slope area of the hills). When I reached the top of one of the hill I found a tribal family (Named Mog) made a home up on the hill. They first clear top the hill then made the house with wood. If you had ever seen these tribal houses, you must have noticed that they keep the first floor empty and their main house started from the 1st floor. To reach the main floor they had made stairs made by the logs. They cut stairs on a log and with this one log they made their stair. This log isn’t wide enough to put your full feet on it. So, when they use it they put their feet in especial angle. Well, I have seen Mog girls are working at the whole day, but they never do anything in a hurry. They move in rhythm and do all work in that rhythm. Even they are using those stairs with that rhythm. Well, I didn’t try to use it, I don’t have any interest to break my bones. I just sit on a high place and eat Papaya. They had planted papaya tree beside their house.


[Janury 31, 2008]

Monday, March 14, 2016

iPhone 5

People are fond of iPhones. I really don't have any craziness about it. After the dead of my last cell phone, I had to think to buy a new one. As all are talking about iPhone, I started looking for one for me too. I found iPhone 5 is now free (You have to give $15 and your phone bill per month). Seems good for me. So, I bought one.

Next day, I found the camera and flash aren't working properly. Again I had to go the customer care and spend my day in the mall to resolve this problem. Well, now things are going fine. But still it gave me a very better experience about iPhones.

Monday, March 7, 2016

ঝর্ণার পানিতে (In the spring water)


[English version has given below]

দার্জিলিংয়ে গিয়ে প্রথম যে জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেটা হলো রক গার্ডেন (যদি ভুলে না গিয়ে থাকি)। একটা সুন্দর ঝরনাকে নিয়ে বড় একটা পার্ক করা হয়েছে। যা সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। মাঝে মাঝে রয়েছে কাঠের সুন্দর বেন্চ, বসার জন্য। পাথরের উপরও বসা যায়। ঝরনার উপর দিয়ে বেশ কিছু ফুট ব্রীজ রয়েছে। নিচে ছোট বড় নানা পাথরের মধ্য দিয়ে চলেছে ঝরনার পানি।

At Darjeeling, the first place we went to visit is called “Rock Garden”, if I didn’t forget the name. This garden is made by focusing on a beautiful spring. The garden is covered with beautiful flower . You will find some wooden sitting arrangement in between them. Well you can sit on the rocks too. The spring water running through the garden. You will find some foot over bridges over the spring water. If you stand over the bridge you will see the water is running over different sized stones.

আমি গরমের দেশের মানুষ। আমাদের দেশের ঝরনার পানির ঠান্ডা খুবই আরামের। শীতকালে কি হয় ধারনা নেই। এখানকার পানি বেশ ঠান্ডা। হঠাৎ পায়ে লাগলে চমকে উঠতে হয়। হাতে বেশ কিছু বোঝা ছিল, খাবারের আর গরম কাপড়ের। তার উপর রয়েছে স্যান্ডেল। এতো কিছু হাতে নিয়ে পানিতে নামতে বেশ অসুবিধা হয়। তাও নামলাম। পিচ্ছিল পাথরের উপর পা রেখে, হাতে বোঝা নিয়ে ব্যালেন্স করতে করতে পানিতে নামলাম। পানির স্রোত মনে হচ্ছিল ফেলে দিবে। "সামহোয়্যার আউট" খুব সহজে লাফিয়ে লাফিয়ে এক পাথর থেকে আরেক পাথরে চলে গেল। আমি পাথরের উপর এক পা দেই তো টলতে থাকি। বহু কষ্টে এক পাথর থেকে আরেক পাথরে লাফ দিয়ে গেলাম। তারপর ওকে বললাম , আর না। তারচেয়ে পাথরের উপর বসে পানিতে পা ভিজিয়ে রাখা ভাল । তাই করেছিলাম। তারপর সামহোয়্যার আউট এর হাত ধরে কোন মতে আবার তীরে ফিরলাম।

I am from tropical country. In Bangladesh, spring water is cold but comfortable. I don’t know what happens in winter. In Darjeeling, spring water is very cold. While visiting that place I had too many things on my hand, like food, warm cloths and off course my sleeper. It was really difficult for me to stand and keep balance on the rock in the spring water. I felt the current of the water may make me fall into the running water. I saw “Somewhereout” was jumping one rock to another very easily. I felt really trouble to go another rock from one. So, I said, that’s it. I better sit on the rock by keeping my feet into the water. It was really fun. Then came back with the help of “somewhereout”.

আপনারা কেউ যদি যান, তো অনুরোধ রইল সময় নিয়ে যাবেন। গেলাম, দেখলাম আর চলে আসলাম, এই যদি করেন তো (প্যাকেজে গেলে তাই করতে হবে) ঠিক মতোন জায়গাটার সৌন্দর্য উপলব্ধি করা হবে না।

If you want to visit that place, my request is go there by having enough time. Just go, visit and come back isn’t enough to feel the magic of the beauty (Well if you visit by package tour they will make your tour like that quick).

[৩০ শে জানুয়ারি, ২০০৮]

[January 30, 2008]

Wednesday, February 17, 2016

Canadian's can also make rally

In Bangladesh, the most common thing to express people's (A group of people) feeling is making a rally on the road (Off course by blocking the traffic of the road). Like to express joy (Winning any cup in sports), making any demand, showing togetherness (During election), Showing anger etc. People get together and then they make rally.

I thought this only happens in Bangladesh. And I was wrong. Canadian's can also make rally on different purpose. I have seen it.

One day I was in downtown and walking from one office to another for some work. Then heard some noise of flute and drum. Then I found some group of people walking with placard and flute and walking on the footpath, then another group of people came, and then another group. They were making the rally on the footpath. Through the placard, I got know that they are demanding to stop privatization of their company. While they needed to cross the road, they stopped and maintain the traffic light (Didn't block the road) and then again when they got to go sign, they start moving.


I must say, this was a very gentle way to express their opinion the authority...