Saturday, January 31, 2015

যেখানে কেউ পছন্দ করেনা (Where nobody likes you)


[English has given below]

আপনি কি কখনও এমন অবস্থায় পড়েছেন? এমন জায়গায় গিয়েছেন? যেখানে কেউ আপনাকে পছন্দ করেনা! কি করেন তখন? ধরুন আপনি আগে থেকেই জানেন যে ঐ যায়গায় একজনও আপনাকে পছন্দ করেনা। কি করবেন তখন? যাবেন? না কি আগেই বাতিল। একটা সময় ছিল, যখন আমি যদি টের পেতাম, যে আমাকে পছন্দ করেনা। তাহলে আমি তাদের 100 গজের ভিতর যেতাম না।
এখন আমি মনে করি, যা হবার হবে, যা ভাবার ভাব্যে আমি আমার মতন এগিয়ে যাব। অন্যের জন্য কেন নিজের জায়গা ছেড়ে দিব। আর সরে গেলেই সব সময় বিপদ এড়ানো যায় না, এর চেয়ে লড়ে হেরে যাওয়া ভালো।
জানিনাহ কোনটা ঠিক। সব সময় লড়তে ভালো লাগেনা। একটু একটু ক্লান্তি লাগে।
[বি. দ্্র. ছবিটা হাসিন ভাই দিয়েছেন]

Did you ever feel or go to a place where nobody likes you. What did you do then? Say, you know that before that nobody likes you in a place. Will you go there? Or just cancel your program. Once I use to avoid those places. But now a day I think, I won't be able to avoid problem by just avoiding it. It’s better fight for it. At least I can felt that I tried.

I don't know, which decision is right, because I don't like fighting. I really feel tired about it.

[Hasin bro had given this picture to me] 

Wednesday, January 28, 2015

Life has much more to show

At a point we all think, it’s the END. Actually not… life has much more to show…We think like this especially when we are young. Whenever we fall we think, this is it, this is the end. I have no mean to live any more. But you know... later you will see, life has many more things to show. I can't assure all of them will be very lovable, but they will be interesting, that much I can say. Let’s face it. 

My payment proof from Twickerz

You can see what I have withdraw before in the screen shot


মন ভালো থাকলে (When you are happy)


[English version has given below]
মন ভালো থাকলে কি না ভালো লাগে, অতি বিরক্তিকর কাজও কত স হজে করা যায়। গায়ে জর নিয়ে বৃষ্টিতে ভেজা যায়, অসুস্থ অবস্থায় কাজ করা যায়, সাড়া রাত জেগে গান করা যায়... কতো কি... 
কিন্তু কেন জানি এই অবস্থা বেশি ক্ষণ থাকেনা। কোনো না কোনো কারণে দু:খ আবার আসে ।
When you are happy, everything looks nice. Any worse or painful work can be done easily. You can go in to the rain with fever; you may awake whole night and sing... there are many more things which you may do...
But you know this good feeling or happy feeling doesn’t stay for long. Something happened and the sorrows come back.

Tuesday, January 27, 2015

Not to show unhappiness

Sometimes, no matter now low you feel, no matter how dishearten or upset you are, you have to be happy (At least have to show) for your family members, especially for your kid, because if you are unhappy or rude then it will bring unhappy feeling to your kid too. Why will you let your life, ruin your kid’s one? They need a happy environment to grow properly. It's their right.

Sunday, January 25, 2015

প্রিয় ফুল (My favorite flower)


[English version has given below]

আগে, কেউ যখন আমার কাছে  জানতে  চাইতো , আমার প্রিয় ফুল কোনটি । আমি একটু চিনতায় পড়ে যেতাম। আসলে  আমার সব ফুলই সুন্দর লাগে। ফুলের তোড়ায় রং এর সমাহার সুন্দর হলে আরো ভালো লাগে। তারপরও অনেক ভেবে একটা উত্তর বের করেছি। সেটা হলো  শিমুল ফুল। আমার প্রিয় ফুল শিমুল। কারণ আমার ডাক নাম শিমুল (বসন্তকালে জন্মানোর কারনেই হয়তো)। আর এই কারণেই হয়তো আমার প্রিয় রং লাল।

[১৪ ই ফেব্রুয়ারি, ২০০৬ ]

When people ask me, what is your favorite flower, I really fall in trouble, because, I like all flowers. Especially in bouquet when different color of flowers I see, I like them all. But still, need to make an answer, so I thought a lot. Now the answer is Shimul flower (Bombax ceiba). This is my favorite flower, because my nick name is Shimul (As I born in spring). May be this is reason of my favorite color too, red.

I like this lyric

Sometimes I like some lyrics very much not because that it rich, because it touched my heart. Like this one.

[Hindi version]

Samjha nahin ye dil isko hum toh rahe samjhaate.
Maine dekha tujhe bhula ke, har ek tarkeeb laga ke
Har nuskhe ko aazma ke, par dil se kabhi na uttre.....

[English translation]

"The heart didn't budge
I kept convincing it
I tried forgetting you
I tried every idea
I tried every cure
But couldn't make my heart to let you go....."

Here is the song



Friday, January 23, 2015

আমরা কি স হিংসতা পছন্দ করি? (Do we like violence)


হরতাল, ঘেরাও, মিটিং অনেক দিন না হলে লোকজন বলাবলি করি, কি ব্যাপার বিরোধী দল কই গেলো? হরতাল হলে খুব আগ্রহ ভরে জানতে চাই, কোথাও কোনো গন্ডগল হয়েছে? আজ রাস্তাঘাট কেমন দেখলে? গাড়িঘোড়া চলেছে? যদি শুনি সব সাভাবিক, তাহলে একটু দমে গিয়ে বলি, ওহ, আজকাল আর তেমন হরতাল হয়না। আমরা আসলে কি চাই? আমরা কি গোলমাল, গাড়ি ভাংচুর পছন্দ করি? তাই অধির আগ্রহে হরতাল এর দিন খবর দেখি?

[১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬]

Wednesday, January 21, 2015

Presence (উপস্থিতি)

যার সামান্য উপস্থিতি অনুভব না করলে থাকতে পারোনা,
তার সাথে পরোয়া করিনা এই ভাব না দেখালেই ভাল....
শুধু শুধু নিজের কস্ট কেন বাড়াও,
ভাল থাকতে কি ভাল লাগেনা?

When you can't stay without feeling of their presence
Then why are you showing your mood that you don't care?
Why are you gaining more pain for your heart?
Won't you like to stay happy?

Noticed about taking food (ভাল খাবার গ্রহন সম্পর্কে)

[English version has given below]

একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যারা  খাবারে অনিয়ম করেন, তারা সাময়িক ভাবে হয়তো কোন অসুবিধায় পরেননা, কিন্তু তারা অসুস্থ হন বেশি, দেখা যায় বড় বড় অসুখ এদেরই বেশি হয়. অথবা দেখা যায় সামান্য অসুখে বেশি কস্ট পান.

এখানে খাবারে অনিয়ম বলতে আমি বলতে চাচ্ছি, বাইরের খাবারের উপর নির্ভর করা, ধুমপান বা অন্য নেশা করা, সময়মত খাবার না খাওয়া, সব ধরনের খাবার (শর্করা, প্রোটিন, ভিটামিন ইত্যাদি) না খাওয়া ইত্যাদি.

ঠিক মতো খাবার গ্রহন বলতে আমি বোঝাচ্ছি, যে কোন ধরনের নেশাকর কিছু না নেয়া, ঘরের খাবার গ্রহন, পরিমান মতো সব ধরনের খাবার গ্রহণ, খাবারে সময় মেনে চলা ইত্যাদি.

খাবার ঠিক মতো গ্রহনের সাথে সাথে যদি হালকা ব্যায়াম করতে পারেন তো দেখবেন, সারাদিন আপনি অনেক ভালো বোধ করছেন. ক্লান্তিও অনেক কম হবে.

One thing I noticed, people who doesn't maintain good rule in food, may not face trouble at a moment, but I saw they fall in sick more. I have seen big diseases catch them more. They also suffer more for fever or other general trouble.

Here good food means people who lives on homemade food mostly, don't take any drug, tobacco or drink, take food timely, take all necessary food (carbohydrate, protein, vitamins etc) everyday etc.

If you can make time for light exercise and then you can feel really great, you will feel less tired in your work... 

Tuesday, January 20, 2015

ভিক্ষা বৃত্তিতে নেমে যাওয়া বয়স্কদের দায়িত্ব এদেশ নিতে পারে (Aged people who live on begging should be taken care of)

[English version has given below]

আমি যতদুর জানি, আমাদের দেশে ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্র বা এজাতীয় বেশ কিছু সংস্থা আছে. এদের উচিত রাস্তায় বয়স্ক যেসব ফকির আছে তাদের নিয়ে ভালোভাবে রাখা। ভাল বলতে ভাল খাবার, পোশাক, থাকার এবং চিকিত্সার ভাল ব্যবস্থা করা. সেই সাথে যথোপযুক্ত বিনোদনের ব্যবস্থা করা. এটা মনে রাখতে হবে, এরা সারাদিন রাস্তায় থেকে অভ্যস্ত। হঠাত বদ্ধ পরিবেশে থাকতে চাইবে না.

আমি মনে করি, সব বয়স্ক মানুষদের না পারলেও একেবারে ভিক্ষা বৃত্তিতে নেমে যাওয়া বয়স্কদের দায়িত্ব এদেশ নিতে পারে.

As far as I know, in our country there are some organization (government and non government) who are responsible to reestablish the beggars life. I think they should invite and hold all beggars who are aged. And take care of them. Taking care means good food, good living arrangement with good health care and also with good entertainment. We should remember that these people use to live on the street and they won’t like to stay in new place without good attraction.


I think, we may not ready to take care of all aged people of our country, but our country should be able to take care of those aged persons who came down to street to survive.

Monday, January 19, 2015

অবহেলা (Ignorance)

[English version has given below]

" কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না।" সন্দেহ নেই, কথাটা সত্যি। তবে কিছু না এসে গেলেও মন যে ভেঙ্গে যায় এটা সত্যি। বিশেষ করে যখন সে আশা নিয়ে বসে থাকে। তাই অবহেলায় তখন সবকিছুই অন্ধকার হয়ে আসে. খুব কম মানুষই পারে এখান থেকে বের হয়ে আসতে.

আমি কোরআনের বাংলা অনুবাদ পড়ছিলাম, "কেউ স্বামীর দুর্ব্যবহার আর অবহেলার আশংকা করলে ডিভোর্স চাইতে পারে ". সুতরাং, অবহেলা এতটা তুচ্ছ নয়.

তবে  অবহেলাকে অবহেলা করেই এগিয়ে যাওয়া উত্তম। দেখুননা জীবন আর কি কি দেখায় এই জীবনে। কেউ আপনাকে সুখী করবে কি করবেনা এটাতো তার হাতে। আপনার হাতে যতটুকু আছে সেটুকু তো কাজে লাগান।

আপনি বলবেন আমি একই সাথে দুই কথা বলছি। একবার বলছি অবহেলা কিছুই না, আরেকবার বলছি অবহেলা সহজ বিষয় নয়. তা নয়. আসলে আমি বলতে চাচ্ছি, অবহেলা খুবই কষ্টের, তবে এই কষ্টকে ধরে বসে থাকলে কস্ট আরো বাড়বে। তারচেয়ে জীবনের অন্য বিষয়ে মনোযোগ দিন. হয়তো সেসব আপনাকে অবহেলা করবে না.

"Someone's love may cause a huge difference in your life, but ignorance really can't make any impact in your life". No doubt this is true. But it can only happen if you don't care. When you are waiting with some expectation, this ignorance will break your heart. And then nothing can make you feel good. Very few people can get out from this damage.

I was reading the Bangla translation of Quran. I found that, woman can ask for divorce if she felt misbehave or ignorance.

See, you can't say ignorance is nothing.

So, it's better to move on from ignorance. You can see what else rests in your life. You can't be sure whether a person will make you happy or not, but you have your part, make yourself happy.

You will say, I am telling you two different things to follow at a time. No my dear, I am saying that ignorance won't affect your life if you can overcome it by concentrating other things in your life. Those may not ignore you, like others did.

Sunday, January 18, 2015

Best compliment


I was preparing my son (6 years old) to go to bed, he suddenly told me, "When we all will die and Allah will judge us, Allah will tell you that you have taken a very good care, feed me well, clean up me well, gave a lot of love. And will keep you on the flower".

I really became speechless. This is the best complement that I ever heard.

I always love people, and never bother whether they return me anything or not. Because when I expect and they don't respond that hurts. I always felt, it’s my duty to take good care of others as much as possible, because, in my heart, I always like to have care. It's not in my hand what other will give me, but my part. So, I am always sincere in my work, no matter whatever I do. In work, at home, as a mother, as sister, as a daughter, as a manager, as a freelance or as a lover I always give effort to make it better as much as possible. I may not able to satisfy all... at least my son truly believes that I did well. Thanks son. Allah may always keep you well.

Friday, January 16, 2015

When you are alone and sick


When you are alone and sick, do you know who your best friend is? Liquidate food (juice, ready tea, and milk), ready made food (noodles etc), dry food (biscuit etc) and frozen foods (pizza, nugget etc). When you have a kid with you then you can tell them to take biscuits as much as they want, they can play game on PC and watch cartoons. Just keep them busy with their favorite work, and then they won't disturb you much. Give some time to yourself. When you get well you can again jump into the work. Till then, take rest. Try to have nap as much as possible. 

Thursday, January 15, 2015

পর্বত প্রমান ধৈর্য্যও যেন শেষ হয়ে আসে

মাঝে মাঝে খুব মিস করি. খুব বেশি মিস করি . আমার পর্বত প্রমান ধৈর্য্যও  যেন শেষ হয়ে আসে. আবার ভাবি, কি করছি আমি. আবার এক পাহাড় ধৈর্য্য নিয়ে অপেক্ষায় থাকি। কি আছে জীবনে অপেক্ষা ছাড়া।

নিজের বাড়ি, গাড়ি, নিয়মিত আয়ের পথ, ভাল পরিবেশ, ভালবাসা  কত কি আমরা চাই. তারপর অপেক্ষা করি, হবে সবই হবে একসময়। এই আশায়। এর যেন শেষ নেই. এতবড় পথ পাড়ি দেবার পর কতটুকু প্রাপ্তি হবে? আর সেটা কতক্ষনই বা থাকবে।

নাহ এত ভাবলে জীবন চলে না. দেখা যাক জীবন আর কি কি দেখায়।

Wednesday, January 14, 2015

টিভিতে একটু খানি (On screen from some moment)



[English version has given below...]

এমন লোক খুব কমই আছেন যারা নিজেকে টিভিতে দেখতে পছন্দ করবেননা। আমরা তো আমাদের ছায়াও টিভিতে দেখাবার কথা থাকলে সবাইকে নিয়ে টিভির সামনে বসে থাকি। যেমন কেউ কোনো জনসভায় গেছে, এমন সময় টিভি ক্যামেরা তার দিকে ফিরলো। সে তাড়াতাড়ি তার সবগুলো দাত বের করে হাত নাড়বে। তার বিস্বাস এতো মানুষের মধ্যে তার হাত দেখবে দেশবাসি। কোটি কোটি মানুষ দেখবে, এক সেকেন্ডর 100 ভাগের একভাগ সময়ের মধ্যে। সোজা কথা! 
আমার নিজের কথা বলি। শিশু একাডেমির ছাত্রী হবার কারণে কোনো বিশিস্ট ব্যাক্তিকে স্বাগত জানাতে এয়ার পোর্ট গিয়েছি। যখন খবরে ঐ ব্যাক্তিকে দেখাচ্ছিলো, আমরা সবাই তার ঘাড়ের পিছন দিয়ে দেখার চেষ্টা করছিলাম, আমার হাত, পা বা চুলের একটা অংশও যদি দেখা যায়। বেশ কয়েকবার দেখাও গিয়েছিলো... কয়েক পলকের জন্য।


There are few rare people who don’t want to show themselves on TV. We stay in front of the TV set, if we knew our shadow might be seen on the screen. Let me give an example, someone went to a gathering. At that moment a TV camera focuses on them. That person will show his all teeth immediately, and will waive his hand. They believe among all the people their hand will be shown on the TV and cores of people will watch it. It's not easy that cores of people will see them for a 1/100 second. 

Now let’s tell you about me. When I was a student of Bangladesh Shishu Academy, we had to go to the airport to welcome a well known person. Later on the TV news, when that person was showing we are all trying to look behind him to see me, in the hope that at least my hand, leg or some part of hair might be shown. Well I was seen from few moments :)

[February 23, 2006]

To refresh your soul

We all have some good capabilities instead the work we do for our living. In our childhood, some good qualities inside us had been found by our parents or teacher. Later we might found some by ourselves. Then we might work on it but later due to the work pressure it lost. In our leisure we spend time by watching TV or just lying on bed. We can use that time or can make some time, even once in a week to spend where we really have some God gifted talent (writing, photography, dancing, playing, art, reciting etc). It may helpful to recharge your brain, refresh your soul and also influence your kid or other family member to do good things. Don't let go your good qualities...

Monday, January 12, 2015

Duty to the family member

We all have our own duty to our family members. And no matter how busy we are or how exhausted, we need to complete our duty. Because of our delay or mistake other family member may suffer. And then you will feel it's better to have headache or sleepiness time rather to see others are suffering where you might help.

I think this mentality keeps a mom working all day and night... where she always feels she should do more for her family to make it better.

Sunday, January 11, 2015

A quote

Like this quote, "''You don't need to waste your time on
someone who only wants you around when it fits their needs.''" Then again I thought if that's all I have, then how can I let it go? Sometimes, something is better than nothing. I don't expect anything from them. Just live with that whatever they give me.

সত্যিকারের বিড়াল প্রেমী (A real cat lover)

[English version has given below]
গতো শনিবারের কথা আজ না লিখে পারলাম, কালকে অফিসে আসিনি, আর লোডশেডিং এর জন্য বাসা থেকেও পোস্ট করতে পারিনি। শনিবার, অফিস থেকে বের হলাম 7টায়। হাটতে হাটতে কোনো বাহন খুজতে লাগলাম, যাতে বাসায় যেতে পারি। এই ব্যাপারে আমি খুবই খোলা মনের, রিক্সা, সি এন জি অটো, ক্যাব ... যা পাই তাতেই উঠে পরি। কিন্তু শনিবার বোধহয় সবাই ছুটিতে থাকে। কিছু পাচ্ছিলাম না। গুলশান 1ং গোলচত্তরে অনেক্ষণ দাড়িয়ে রইলাম। একে তো রাত, তার উপর কারেন্ট নেই, সাথে ধুলা, গার্মেন্টস কর্মিদের ঢাককা সব স হ্য করে দাড়িয়ে রইলাম। কিছু পাচ্ছিনা। এমন সময় কেউ একজন ঢাককা লাগিয়ে জানতে চাইলো, কি সি এন জি পাওয়া যাবেনা? আমি তাকিয়ে দেখলাম, একজন মোটা মতোন মহিলা, বোরকা পরে আমার পাশে। আমি জানি আপনারা এমন চিন্তা করছি বলে রাগ করবেন, কিন্তু পরিস্থিতিই এমন ছিলো। আমি প্রথমে আমার হাত ব্যাগ ঠিক মতোন ধরলাম, কে জানে আজকাল বোরকা পরে ডাকাতি করে শুনেছি। আমার বিশেষ কিছু নেই, কিন্তু যা আছে আমার জন্য অনেক। আমি ওনাকে বললাম না কিছু পাওয়া যাচ্ছে না। উনি ওনার কাহিনী বলা শুরু করলেন, উনি এখানে কোনো তাফসীর শুনতে এসেছেন, প্রতি শনিবার আসেন। আমি সল্পভাষিনী চুপচাপ শুনতে থাকলাম। এরমধ্যে তিনি যেনে নিলেন আমার বাসা কোথায়, বললেন লিফট দিবেন। আমার সন্দেহ বাড়ল। তারপর উনি একটা রিক্সা ঠিক করলেন যা অন্ত ত: বাড্ডা রোড পর্যন্ত যাবে। ওখান থেকে আমরা আবার সি এন জি খুজবো। উনি রিক্সায় উঠে ডাকলেন। আমি 1সেকেন্ড ভাবলাম। তারপর ঠিক করলাম যা হবার হবে, উঠে পরি। বাড্ডায় গিয়ে সি এন জি পেলাম না কিন্তু রিক্সা পেলাম, তাতেই দুজনে উঠলাম। সাড়া রাস্তায় উনি কথা বলতে থাকলেন। এক পর্যায়ে বললেন আমার বিড়ালকে 7টায় খাবার দেয়ার কথা, দেরি হয়ে গেলো। এবার আমার কথা ফুটলো, "আপনার কয়টা বিড়াল"। উনি গোনা শুরু করলেন... 2,4...14টা!! না একটা নিচে থাকে 15টা! 6টা এক ঘরে থাকে, 6টা আরেক ঘরে। একটা অসুস্থ, ওটাকে নিয়ে আজ ড:এর কাছে যেতে হবে। আমি ওনার স্বামীর কথা জানতে চাইলাম, উনি বললেন সে ওনার সাথে থাকেননা। ছেলে মেয়েরা আমেরিকা আর কানাডা তে আছে। উনি নিজে লন্ডনে থেকে পড়াশুনা করেছেন। (আমি খুবই লজ্জিত হলাম, প্রথমে ওনাকে ভুল বোঝার জন্য, আসলেই উনি খুবই মমতাময়ী ভাল মানুষ্) বাসার কাছে এসে আমার ভিজিটিং কার্ডটা ওনাকে দিলাম। ওনার নাম "আরা"। উনি বললেন আমি মনে মনে এটাই চাইছিলাম, পরে যোগাযোগ করবো। আজ এই ব্লগে ওনার কাছে ক্ষমা চাইছি। প্রথমে ভুল বোঝার জন্য।


I am talking about last Saturday. I wanted to write it before but yesterday I didn't come to office and at home faced power fail problem. At Saturday I came out from office 7 pm. Then started searching any vehicle to rent and go to home. In this matter I am very open-minded, I can take anything to go home, like rickshaw, taxi cab or CNG auto rickshaw etc. But I felt everybody enjoying their holiday and I couldn't get anything. I had to wait for long time at Gulshan 1 square. You can assume my position; it was dark night, then no electricity, dust, pushing of Garment's workers etc I had to tolerate. 

Then suddenly a woman, little over weighted with hizab pushed me and said, "Today won't we get any CNG auto rickshaw?” I know you will be disappointed with me that I could think like that, but trust me, situation was like that. I hold my bag carefully, because I heard on those days some woman with hizab are stealing people's things. I didn't have much expensive thing in my bag, but whatever I had was important for me. I replied to her, "Nope, couldn't get anything?” Then she started saying her story, she came here to hear narration of Islam, every Saturday she came here. I don't talk much, so I keep listening. By this time, she gets to know where my home is. So, she said, she will give a lift. It brought more doubt about her. Then she found a rickshaw which will take us to Badda road. From there we will again start searching auto rickshaw to go home. I thought for 1 second, then get on the Rickshaw, I don't care anymore.

We went to Badda then couldn't find auto rickshaw so we took a rickshaw to go home. It was a long way and she keeps talking. While talking she said, she had to give food to her cats at 7pm... Now it's becoming late. This topic opens my mouth, "How many cats do you have.” She started counting... 1, 2, 3 ok 14... no no it's 15. 6 cats live in one room, another 6 lives in other room. One became sick, so, she will take that to the doctor today.

I asked about her husband, she replied he doesn't live with them. Her son and daughter lives in US and CANADA. She had completed her study from London. (I really felt ashamed for what I thought about her at the beginning; actually we should never make wrong theory about anyone unless you really get to know what that person really is). Soon we came near to our home. I gave her my visiting card. She said, in her mind actually she is thinking about it. She will contact with me later. Her name is "Aara".

Aara, I am really sorry for making wrong guesses about you at the beginning. Your cat loving really touches my heart.

Saturday, January 10, 2015

Dhaka International Trade Fair 2015


Today I went to Dhaka International Trade Fair 2015 (DITF 2015). We have seen many offers and discounts. If I didn't have any problem to carry heavy weight luggage I would had buy more household things. You know, I like discounts and offer. Like if you buy ice-cream of TK 100 you will get an extra ice-cream. I bought a packet of milk powder and got a watch for my son. I bought tooth brushes which were TK 37 at outside, and they took TK 25 in the fair. I got TK 200 discount at Nivea lotion, TK 350 discount at my son's full pant (from SmartTex).

I saw stalls of India, Pakistan, Thailand, Malaysia, HongKong, Korea, Iran etc (Allah knows whether they actually from which country).

I like the food from "Bengal Meat", fried rice with stare fried chicken with capsicum.

My son liked to ride toy train. I ride on them for twice. We saw these mini kids play area in 3 places. They were not in very good quality but good enough for city kids, who doesn't have much space to play.

Overall I enjoyed the day.

Thursday, January 8, 2015

Gift of the Magi

We all read about the "Gift of the Magi" in our college. What I have learned from there is sometimes you want to give or do something for the person you admire, care, respect, love, but finally you see you have chosen the wrong one or wrong timing and that gift became useless.

In my personal life, I have faced this many times. So, I felt really difficult to chose or do anything for anyone. Because I wasn't sure whether that person will like it or not or that may cause more trouble for them.

But I have enough. Now a day I chose whatever I like for them and made my mind that it doesn't matter whether they like it or not, I like it and that's enough.

দুই শালিক (Two Indian Myna)


এক বান্ধবীর কাছে প্রথম শুনেছিলাম, 2 শালিক দেখলে ভালো কিছু ঘটে, আর এক শালিক দূরভাগ্য আনে। বিস্বাস তো করিনি, কিন্তু মনের অজান্তে 1টা শালিক দেখলেই হন্য হয়ে আরেকটা খুজতে থাকি। এমনকি শুধু শালিক না, যে কোনো পাখি 1টা দেখলেই তার জোরাটা খুজতে থাকি। একা থাকবে কেনো, নিশ্চয়ই এর সাথি আছে। এবার রাংগামাটি গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম। যে কোনো পাখি 2টা একসাথে ঘুরে না। আমার অভ্যাস মতন, একটা দেখলেই আরেকটা খুজেছি, একটু দূরে আরেকটা দেখে ধরে নিয়েছি, খাবার খুজতে খুজতে একটু আলাদা হয়েছে, এই আরকি। তাই বলে একটা দেখেতো নিজের দুর্ভাগ্য ডাকতে পারিনা!

[২৭ শে জানুয়ারি, ২০০৬ রাত ২:২৫]

Once I have heard from a friend that it will bring good luck if you see 2 Indian Myna. Instead if you see one then that means something bad is going to happen. Well, I don't trust on these sayings, but in my mind I always try to see two birds. If I found one bird, I start searching another one. Birds can't be stay alone (to bring bad luck to me); its partner must be sitting in a nearby place.

When I went to Rangamati, I marked there is no couple bird. All were flying alone. This can't be happen, I was try to see two birds and assuming there are actually together or I just see both birds not one. Hey I can't bring bad luck to me. :)

Wednesday, January 7, 2015

Reunion for both Motijhil Gov't Girl's High School and Motijhil Gov't Boy's High School


[Update: the organizers postponed the reunion date, will let us know later]

Reunion is going to held at January 16 and 17. Registration is going on at Motijhil Gov't Boy's High School compound. Registration fee tk 1000 and you can bring a guest (guest fee tk 500). You have to bring 2 copies of pp size photo of yours and 1 copy of pp size photo of your guest for registration. From January 11, you can collect the ID cards (if you registered before)

Tuesday, January 6, 2015

একা চলতে শিখো (Learn how to walk alone)

এবার নতুন বছরের শুরতেই নিজেকে বললাম, একা চলতে শিখো। যে পাশে থাকার, সে থাকবে, যে চলে যেতে চায়, সে চলে যাবে, যে ক্ষনিকের মোহে আসে, সে ক্ষনিক মুহুর্তই থাকবে। তুমি চলো তোমার মতো. যে আপনার, সে আপনি এসে ধরা দিবে।

At the beginning of this year 2015, I told myself, that you have to learn to walk alone. Who wants to stay beside you, will stay, who want to leave you, will leave, those, whose liking are temporary, they will stay for a very short time. So, you should walk of your own. Who is yours will come to you by themselves.  

Monday, January 5, 2015

চেয়ার (Chair)

[English version has given below]

আমাদের অফিসে সবাই খুব বন্ধুভাবাপন্ন। কিন্তুএকটা বিষয়ে ভীষণ স্বার্থপর! সেটা হলো চেয়ার। কেউ কারো ময়ুর সিংহাসন ছাড়তে রাজি না। একটু খুলে বলি। সবাই একই ধরণের অটবির রোলিং চেয়ারে বসে, তারপরও কিভাবে যেনো নিজের চেয়ারটা ঠিকই চিন্তে পারে। ভুলেও যদি বদলে যায় তো আবার প্রতিটি চেয়ারে বসে বসে নিজেরটা খুজে বের করে।

[৩০ শে জানুয়ারি, ২০০৬ ভোর ৬:৪৭]

In our office, all are very friendly. But they are very selfish in one issue. It's about their chair. No one wants to leave their honorable chair. Let me explain, in our office, we all use same designed rolling chair. But still, somehow everybody knows, on which one they regularly sit. If by mistake all chair mixed up, they find their one by sitting on each chair. :)

Saturday, January 3, 2015

The silent witness of this world

We are becoming the silent witness of this world. Everyday somewhere war or killing (like war) is going on. Every day in many places some environment destruction work is going on. Every moment somewhere on this earth, inhumanity is going on. Every day somewhere cheating is happening... how long we can shout or make something to prevent. For which reasons a person can take action? Well after sometime we all became silent watcher. We have said enough, tried a lot and no change. Now we became too tired to say more when we know no one is going to listen or care.

Again we can say, we might not able to stop all violence or bad work. But we can prevent some or something, may be a tiny bit. If we don't try anything, nothing is going to happen. But if we try for good, may be some change will come. If we have hope then we might gain something... We can't give up. That may worsen the situation.

Friday, January 2, 2015

English version of some of my old posts


Once I use to write regularly in http://www.somewhereinblog.net. For some reason I stopped writing over there. Now I am thinking, I have written many post in Bangla which is posted only over that blog in Bangla. Why don't I translate in English and re-post some here to open those writings for rest of people who doesn't understand the language Bangla. So, from now on I will re-post some posts from www.somewhereinblog.net/blog/shahana with my regular posts over here. Happy Blogging :)

Thursday, January 1, 2015

মাথা ব্যাথা (Headache : mostly you need good health)


ছোট বেলায় আম্মা এক লোকের গল্প বলেছিলেন। তখন ব্রিটিশ আমল। ঐ লোক পড়াশুনায় খুব ভালো ছিলেন। পড়তে পড়তেই মোটা বেতনের চাকরি পেয়েছিলেন। কিন্তু হঠাৎ কি একটা অসুখে উনি বিছানায় পড়ে যান। তার চাকরি, পড়াশুনা সব বন্ধ হয়ে যায়। উনি নাকি বলতেন টাকা, বুদ্ধি এসব দরকারি, কিন্তু সবচেয়ে দরকারি হলো স্বাস্থ্য। না হলে কিছুই তুমি ভোগ করতে পারবেনা। কিছুদিন আগে প্রচন্ড মাথা ব্যাথা হলে কথাটা আবার মনে পড়ে গেলো। একগাদা অসুধ খেয়ে ঘুমিয়ে থেকেছি শুধু ব্যাথা ভুলে থাকার জন্য।

[৩১ শে জানুয়ারি, ২০০৬ রাত ৩:০৬]


In my childhood my mom use to tell us a story about a person. That was British era. That person was very good in study. While studying he got a very good job with high salary. But suddenly he fall in sick, that he couldn't move from the bed. He lost everything, like job, study etc. Then the man use to say, you need money, brain everything, but mostly you need good health. Otherwise you can't enjoy anything.

Few days back I had terrible headache and only to get recover I took lots of medicine and keep sleeping.